RG Kar Medical College And Hospital Incident

চিকিৎসক-আন্দোলনকে কটাক্ষ শাসক বিধায়কের

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নিয়ন্ত্রণ তাঁদের নিজেদের হাতে আছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৬:৪০
জুনিয়র ডাক্তারদের আন্দোলন।

জুনিয়র ডাক্তারদের আন্দোলন। —ফাইল চিত্র।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নিয়ন্ত্রণ তাঁদের নিজেদের হাতে আছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।

Advertisement

রবিবার অশোকনগর-কল্যাণগড়ে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে আর জি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ করে সভাধিপতি বলেন, “জুনিয়র ডাক্তারদের কড়া আন্দোলন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সংবেদনশীল। সব কিছু মেনে নেওয়ার পরেও যদি মিছিল হয়, তা হলে বলতেই হবে আন্দোলনে শামিল জুনিয়র চিকিৎসকদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেই। রিমোট আলিমুদ্দিন বা মুরলিধর স্ট্রিটে রয়েছে।” এর প্রতিবাদে সরব স্থানীয় সিপিএম ও বিজেপি নেতৃত্ব। প্রাক্তন সিপিএম বিধায়ক সত্যসেবী কর বলেন, “এই আন্দোলনকে সিপিএমের কন্ট্রোল করতে হবে কেন? রাজ্যে ক্রমশ বেড়ে চলা ধর্ষণের ঘটনায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমে আন্দোলন করছেন।” বিজেপি নেতাদের কটাক্ষ, “তৃণমূল কোনও দিন নারী স্বাধীনতা দেয়নি, নারী স্বাধীনতা নিয়ে ভাবেও না। শুধু ভাবে যে, কী ভাবে স্বজনপোষণ আর তোলাবাজি করা যায়!”

Advertisement
আরও পড়ুন