Kunal Ghosh on Kaustubh Bagchi

কৌস্তুভের গ্রেফতারির বিরোধিতায় কুণাল ঘোষ! তৃণমূলের মুখপাত্র দেখতে পাচ্ছেন সজল পর্বের ‘ভুল’

সকালে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচীকে তাঁর ব্যারাকপুরের বাড়ি থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। দুপুরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ লিখলেন, ‘‘পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ১৪:৩৬
সজলের মতোই কৌস্তুভের গ্রেফতারিও ঠিক হয়নি, মত কুণালের। ছবিতে বাঁ দিক থেকে কৌস্তুভ বাগচী, কুণাল ঘোষ এবং সজল ঘোষ।

সজলের মতোই কৌস্তুভের গ্রেফতারিও ঠিক হয়নি, মত কুণালের। ছবিতে বাঁ দিক থেকে কৌস্তুভ বাগচী, কুণাল ঘোষ এবং সজল ঘোষ। ফাইল চিত্র।

কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তুভ বাগচীর গ্রেফতারি নিয়ে প্রকাশ্য বিরোধিতায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার ভোররাতে কৌস্তুভের ব্যারাকপুরের বাড়িতে যায় কলকাতা পুলিশের একটি দল। সকালে তাঁকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারির বিরুদ্ধে কংগ্রেস ছাড়াও সরব হয়েছে বামেরা। জেল থেকে বেরিয়েই, কৌস্তুভের পাশে আছেন বলে ঘোষণা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কিন্তু এর পর সরকারি দলের মুখপাত্র কুণালও ফেসবুক পোস্টে এর বিরোধিতা করলেন। তিনি লিখেছেন, ‘‘আমাদের ছাত্রযুবরা কৌস্তভের অসভ্যতা বুঝে নিতে পারত। কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না।’’

কুণাল মনে করছেন, এতে কৌস্তুভই প্রচার পাবেন এবং তাঁরই ‘লাভ’ হবে। লিখেছেন, এই গ্রেফতারি ‘‘বিরোধী শক্তির অশুভ আঁতাঁতের কুৎসিত রাজনীতির হাতিয়ার হবে, একাংশের মিডিয়ার পক্ষপাতদুষ্ট প্রচারের মুখ হবে, কিছু মানুষের সহানুভূতি পাবে। গ্রেফতারকে রাজনৈতিক ভাবে ব্যবহার করবে তারা।’’ তবে এই মত যে তাঁর ব্যক্তিগত, তা-ও জানিয়ে দিয়েছেন কুণাল। একই সঙ্গে, শুক্রবার প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে কৌস্তুভ যে সাংবাদিক বৈঠক করেছিলেন, তারও নিন্দা করেছেন তিনি। কুণাল লিখেছেন, ‘‘কৌস্তুভ অন্যায় করেছে। মাতৃসমা মুখ্যমন্ত্রীর সম্পর্কে ওই ধরনের চরম কুৎসা বরদাস্ত করা যায় না।’’

Advertisement

পায়ে অস্ত্রোপচার হয়েছে কুণালের। রয়েছেন হাসপাতালে। সেখান থেকেই কৌস্তুভকে নিয়ে তাঁর এই পোস্ট। এই গ্রেফতারির সঙ্গে উত্তর কলকাতার বিজেপি নেতা সজল ঘোষের গ্রেফতারিরও মিল দেখতে পাচ্ছেন তিনি। সে প্রসঙ্গ তুলে কুণাল লিখেছেন, ‘‘যে দিন পুলিশ সজলের বাড়ির দরজা ভেঙেছিল, আমি প্রতিবাদ করেছিলাম। পরে প্রমাণিত হয়েছে আমার প্রতিবাদ সঠিক ছিল। লাভ হয়েছিল সজলের। মধ্য কলকাতায় একটি ওয়ার্ড জিতেছিল বিজেপি। সে দিন পুলিশি অভিযানের ধরন ছিল ভুল।’’ তাঁর আরও সংযোজন, ‘‘সজলের দরজা ভাঙার ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল।’’ ২০২১ সালের ১৩ অগস্ট মুচিপাড়া থানার পুলিশ বিজেপি নেতা সজলকে তাঁর বাড়ির দরজা ভেঙে গ্রেফতার করেছিল। ওই বছর ডিসেম্বর মাসে কলকাতার পুরভোটে ৫০ নম্বর ওয়ার্ড থেকে জেতেন সজল।

কুণাল ঘোষের ফেসবুক পোস্ট।

কুণাল ঘোষের ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক।

শনিবার কৌস্তুভকে গ্রেফতার করেছে উত্তর কলকাতার বড়তলা থানার পুলিশ। কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ, বিজেপি ছাড়া বিদ্বজ্জনেরও এই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন। এ সবের মধ্যেই তৃণমূল দল এবং প্রশাসনকে কুণালের সতর্কবার্তা, ‘‘কৌস্তুভ অন্যায় করেছে। ওর অপরিণত, অসৌজন্যের কথার প্রবণতা আছেই। কিন্তু তার জবাব রাজনৈতিক ভাবে আমাদের ছাত্রযুবরা দিতে পারত। পুলিশি অভিযান ঠিক হল না। এর নেতিবাচক প্রভাব পড়বে।’’ আরও লিখেছেন, ‘‘আজও আমি কৌস্তুভের গ্রেফতারের বিরোধিতা করছি। এতে ওর এবং বিরোধীদের রাজনৈতিক লাভ হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement