ECL

রাতে ইসিএলের খনি থেকে কয়লা চুরিতে জড়িত তৃণমূল পঞ্চায়েত সদস্য! অভিযোগ দায়ের আসানসোলে

পশ্চিম বর্ধমানের আসানসোলে গত শনিবার একটি কয়লাবোঝাই ট্রাক আটক করেছিল পুলিশ। তার তদন্তে নেমে রানিগঞ্জের জেমারি পঞ্চায়েতের সদস্য কালীচরণ বাউরির জড়িত থাকার কথা জানতে পারেন তদন্তকারীরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৩
ইসিএলের কয়লা খনি।

ইসিএলের কয়লা খনি। —ফাইল চিত্র।

কয়লা চুরির অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের আসানসোলে গত শনিবার একটি কয়লাবোঝাই ট্রাক আটক করেছিল পুলিশ। তার তদন্তে নেমে রানিগঞ্জের জেমারি পঞ্চায়েতের সদস্য কালীচরণ বাউরির জড়িত থাকার কথা জানতে পারেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে ইসিএলের একটি কয়লা খনি থেকে কয়লা চুরি করে ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই খবর পাওয়া মাত্রই ১৯ নম্বর জাতীয় সড়কের জেকে নগর এলাকায় ওই ট্রাকটিকে আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় লরিচালককে। তদন্তকারীদের সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই কালীচরণের নাম উঠে আসে। এর পরেই অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় জামুরিয়া থানায়।

রানিগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি দেবনারায়ণ দাস বলেন, ‘‘খবরটা পেয়েছি। যদি কালীচরণ দোষী সাব্যস্ত হয়, দল উপযুক্ত ব্যবস্থা নেবে। দল কোনও দিন এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় না। আইন আইনের পথে চলবে। যারা এই ধরনের কাজে যুক্ত থাকবে, দল কোনও দিন তাদের পাশে দাঁড়াবে না।’’

Advertisement
আরও পড়ুন