Howrah

একই দিনে বৌদি, তাঁর ননদ এবং চার বছরের সন্তান রহস্যজনক ভাবে নিখোঁজ! দুশ্চিন্তায় হাওড়ার পরিবার

একই দিনে বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ বধূ, তাঁর চার বছরের সন্তান এবং নাবালিকা ননদ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার জগাছায়। তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ২০:০৬

—প্রতীকী চিত্র।

একই দিনে বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ বধূ, তাঁর চার বছরের সন্তান এবং নাবালিকা ননদ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার জগাছায়। তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, জগাছা থানা এলাকার উনসানি নতুন সানা পাড়ার ঘটনা। গত ২৯ অক্টোবর, মঙ্গলবারই নিখোঁজ হয়ে গিয়েছেন তিন জন। বধূর নাম জমিলা বেগম (২৪)। তাঁর নাবালিকা ননদ নবম শ্রেণিতে পড়ে। নাবালিকার মা বলেন, ‘‘মঙ্গলবার ডাক্তার দেখাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে গিয়েছিলাম। বাড়ি ফিরে দেখি মেয়ে স্কুল থেকে ফেরেনি।’’ মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে জগাছা থানায় নিখোঁজ ডায়েরি করেন নাবালিকার মা। প্রতিবেশী শেখ আহম্মদ হোসেনের দাবি, মঙ্গলবার পাড়ার অনেকেই নাবালিকাকে স্কুলের পোশাকে দেখেছেন।

অন্য দিকে, জমিলার স্বামী শেখ মফিজউদ্দিন জানান, একই দিনে সকলে কী ভাবে নিখোঁজ হল, তা এখনও স্পষ্ট নয়। তিনি থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। তিন দিন ধরে নিখোঁজ থাকায় স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তায় গোটা পরিবার। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি দায়ের হওয়ার পরেই তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন