AICC

Congress: অধীরের মত আলোচনা হলেও ভবানীপুরে প্রার্থী দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন সনিয়া: সলমন

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আগেই জানিয়েছিলেন, ভবানীপুরের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে চান না।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৭
ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত সনিয়ার ওপরেই ছাড়লেন সলমন খুরশিদ।

ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত সনিয়ার ওপরেই ছাড়লেন সলমন খুরশিদ। ফাইল চিত্র

প্রদেশ কংগ্রেস সভাপতির মতামত নিয়ে আলোচনা হলেও ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন সনিয়া গাঁধীই। এমনটাই জানালেন এআইসিসি-র নেতা সলমন খুরশিদ। পাশাপাশি তিনি বলেন, ‘‘আমি কলকাতায় এসেই জানতে পারলাম ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে। তাই এই বিষয়ে এআইসিসি-র ভাবনা কী তা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়।’’ শনিবার কলকাতায় এসেছেন সলমন। বিধান ভবনে তিনি সাংবাদিকদের মুখোমুখিও হন।

Advertisement

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আগেই জানিয়েছিলেন, ভবানীপুরের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে চান না। যদিও সেই সময় তিনি জানিয়েছিলেন, এটা তাঁর ব্যক্তিগত মত। নীলবাড়ির লড়াইয়ে সংযুক্ত মোর্চারপক্ষে ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দিয়েছিল। ওই আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন যুব কংগ্রেসের সভাপতি সাদাব খান। এআইসিসি-র শীর্ষ নেতা সলমনকে অধীরের ‘ইচ্ছা’ সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্নকরা হয়। জবাবে সলমন বলেন, ‘‘প্রদেশ কংগ্রেস সভাপতির ইচ্ছার কথা অবশ্যই শুনবে এআইসিসি। বিষয়টি নিয়ে আলোচনাও হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এআইসিসি নেতৃত্ব এবং আমাদের সভানেত্রী।’’

কংগ্রেস ভবানীপুরে প্রার্থী দিচ্ছে কি না, আপাতত সে দিকে নজর রাখছে আলিমুদ্দিন স্ট্রিটও। কংগ্রেসের সিদ্ধান্ত দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন রাজ্য সিপিএম নেতৃত্ব।

Advertisement
আরও পড়ুন