eid

EID: ইদে দুয়ারে বিরিয়ানি, সঙ্গে চিকেন চাঁপ, সরকার অর্ডার নিচ্ছে, পৌঁছে যাবে আপনার ঘরে

এমন উদ্যোগ প্রসঙ্গে পঞ্চায়েত দফতরের এক কর্তা বলেন, ‘‘আমরা পয়লা বৈশাখ উপলক্ষেও এমন আয়োজন করেছিলাম। ইদের ক্ষেত্রেও তাই করা হল। উৎসবের দিনগুলিতে রান্নাবান্না থেকে ছুটি নিয়ে পরিবারের মহিলা সদস্যরাও যাতে আনন্দে সামিল হতে পারেন, সেই ভাবনা থেকেই আমাদের এই প্রয়াস।’’  

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২২ ১৪:২৮
ইদের ডিনারে কম খরচে চিকেন বিরিয়ানি ও চিকেন চাঁপ।

ইদের ডিনারে কম খরচে চিকেন বিরিয়ানি ও চিকেন চাঁপ। প্রতীকী ছবি

বাংলা নববর্ষের পর ইদ উৎসবেও কম খরচে সুস্বাদু খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেবে পঞ্চায়েত দফতর। আগামী ৩ মে মঙ্গলবার পবিত্র ইদ উৎসব। তাই সোমবার সন্ধ্যা থেকেই উৎসবের তোড়জোড় শুরু হয়ে যাবে। সেই উপলক্ষে রবিবার থেকে বুধবার পর্যন্ত কম খরচে সুস্বাদু নৈশভোজের আয়োজন করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। তাদের চালু করা হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার দিলেই রাতের খাবার পৌঁছে যাবে বাড়িতে। পঞ্চায়েত দফতরের তরফে এই আয়োজনের দায়িত্বে রয়েছে কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন (সিএডিসি)।

এ ক্ষেত্রে প্রতিটি ডিনার প্যাকেটের মূল্য রাখা হয়েছে ৪২৫ টাকা। অনলাইনে কিংবা ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই নৈশভোজের প্যাকেটে থাকবে, চিকেন বিরিয়ানি, চিকেন চাঁপ, চার টুকরো করে মালাই চিকেন কাবাব, চার টুকরো হরিয়ালি চিকেন কাবাব, ১০০ গ্রাম সিমাইয়ের পায়েস। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্ডার দেওয়া যাবে। কলকাতা পুরসভা এলাকা ছাড়াও, বিধাননগর, বরাহনগর, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় এই পরিষেবা দেবে সিএডিসি কর্তৃপক্ষ। শনিবার থেকেই অর্ডার দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু করে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরগুলি হল-- ৮১৭০৮৮৭৭৯৪, ৯৭৩৫৯২৯৪১৩ ও ৯১৬৩১২৩৫৫৬।

Advertisement

এমন উদ্যোগ প্রসঙ্গে পঞ্চায়েত দফতরের এক কর্তা বলেন, ‘‘আমরা পয়লা বৈশাখ উপলক্ষেও এমন আয়োজন করেছিলাম। ইদের ক্ষেত্রেও তাই করা হল। উৎসবের দিনগুলিতে রান্নাবান্না থেকে ছুটি নিয়ে পরিবারের মহিলা সদস্যরাও যাতে আনন্দে সামিল হতে পারেন, সেই ভাবনা থেকেই আমাদের এই প্রয়াস।’’

আরও পড়ুন
Advertisement