West Bengal SSC Recruitment Case

ইডির নিয়োগ মামলায় পার্থের জামিনের শুনানি পিছোল সুপ্রিম কোর্টে! হাই কোর্টের রায় একটু পরেই

নিয়োগ দুর্নীতি মামলায় বছর দুয়েক আগে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। সেই মামলায় জামিন চেয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শীর্ষ আদালতের দ্বারস্থ হন। বুধবার সেই মামলার শুনানির কথা ছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১২:৩৭
The hearing of former minister Partha Chatterjee\\\\\\\\\\\\\\\'s bail case was postponed in the Supreme Court

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি পিছিয়ে গেল। ইডির নিয়োগ মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বুধবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বেঞ্চ না বসায় শুনানি হল না। তবে পরে আবার কবে এই মামলার শুনানি হবে, তা এখনও জানানো হয়নি শীর্ষ আদালতের তরফে। অন্য দিকে, বুধবারই কলকাতা হাই কোর্ট সিবিআইয়ের এসএসসি মামলায় পার্থের জামিনের আবেদনের রায় দেবে। দুপুর ১টা রায় ঘোষণা করার কথা।

Advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় বছর দুয়েক আগে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। সেই মামলায় জামিন চেয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শীর্ষ আদালতের দ্বারস্থ হন। গত ১৭ অক্টোবর ওই শুনানিতে ইডির কাছে হলফনামা চেয়েছিল শীর্ষ আদালত। গত ৬ নভেম্বর সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় ইডি। পার্থের আইনজীবী পাল্টা হলফনামা দিতে চান। তাই সময় চেয়ে শীর্ষ আদালতে মামলার শুনানি পিছিয়ে দেওয়ারও আবেদন জানান তিনি। পার্থের আইনজীবীর আবেদন মঞ্জুর করে বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ। বুধবার সেই হলফনামা জমা দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে গেল।

এসএসসি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেও পরে পার্থকে গ্রেফতার করে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জেল থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে জামিন চেয়ে একাধিক বার হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ। হাই কোর্টের সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চে খারিজ হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন। এর আগে ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। সেই জামিনের বিরোধিতা করে ইডি। গত এপ্রিলের ওই শুনানি শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পার্থের জামিনের আবেদন খারিজ করেন। তার পরই শীর্ষ আদালতে আবেদন করেন পার্থ। পাশাপাশি, কলকাতা হাই কোর্টে সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে আবেদন করেন তিনি। প্রায় ছ’মাস ধরে ওই জামিন মামলাগুলির শুনানি চলে হাই কোর্টে।

পার্থ ছাড়াও শিক্ষা দফতরের চার জনকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই তালিকায় রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্‌হা। পাশাপাশি, টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কাজে এজেন্ট বা মিডলম্যান হিসাবে কাজ করেছিলেন চার জন। পার্থ-সহ ন’জনই জামিনের আবেদন করেন হাই কোর্টে। বুধবার সকলেরই জামিন মামলার রায় দেবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ।

Advertisement
আরও পড়ুন