West Bengal

Covid-19 Restrictions: ফেব্রুয়ারির শেষ পর্যন্ত মানতে হবে কোভিডবিধি, তবে কমছে নৈশ কার্ফুর স‌ময়সীমা

নতুন নির্দেশিকায় নৈশ কার্ফুর সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হল। মেয়াদ বাড়ানো হল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১১
মেয়াদ বাড়ানো হল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

মেয়াদ বাড়ানো হল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ফাইল চিত্র ।

বাড়ানো হল পশ্চিমবঙ্গের কোভিড বিধির মেয়াদ। মেয়াদ বাড়ানো হল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। খানিকটা আলগা করা হল কোভিডের বিধিনিষেধও। নতুন নির্দেশিকায় নৈশ কার্ফুর মেয়াদ কমানো হল এক ঘণ্টা। আগে নৈশ কার্ফুর সময়সীমা ছিল, রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত। নতুন নির্দেশিকায় নৈশ কার্ফুর সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হল। তবে আগের মতোই কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই নৈশ কার্ফুর আওতায় পড়বে না।

এ ছাড়াও, বুধবার থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি। প্রাথমিক স্কুলগুলি খুলে যেতে পারে বলে আগেই জানিয়েছিল রাজ্য সরকার। একই সঙ্গে বুধবার থেকে খুলছে রাজ্যের সমস্ত আইসিডিএস কেন্দ্রগুলিও। নারী এবং শিশুকল্যাণ দফতরের তত্ত্বাবধানে আইসিডিএস কেন্দ্রগুলি খোলা হবে বলেও রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে।

তবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ববিধির নিয়ম আগের মতোই বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকেও আগের মতোই কোভিড নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন
Advertisement