Rally to CEO's office

কমিশনের দফতর অভিযানের ডাক

মালদহের মোথাবাড়িতে একটি অশান্তির ঘটনার প্রতিবাদে এ দিনই পথে নেমেছিল বিজেপি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ০৮:৫০
শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

আগামী বিধানসভা ভোটের দিকে তাকিয়ে ইতিমধ্যেই বার বার ‘হিন্দু ভোট’ একজোট করার আহ্বান জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতৃত্ব। এ বার তৃণমূল কংগ্রেসের হাত থেকে ‘হিন্দু ভোটারদের বাঁচানো’র আহ্বান জানিয়ে আগামী ২ এপ্রিল মিছিল করে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে যাওয়ার ডাক দিল বিজেপির যুব মোর্চা। মিছিলের নেতৃত্বে থাকবেন শুভেন্দুই। এই সূত্রে পাল্টা বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করেছে তৃণমূল।

Advertisement

মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির দফতর থেকে শুক্রবার শুভেন্দু যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁকে পাশে বসিয়ে অভিযোগ করেছেন, “তৃণমূল নেতারা বেছে বেছে হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। জেলাশাসক, বিডিও তৃণমূলের বাহিনী হিসেবে কাজ করছেন। সীমান্তবর্তী এলাকায় মতুয়া, নমশূদ্র মানুষের নাম বাংলাদেশি বলে বাদ দেওয়ার চেষ্টা চলছে।” তাঁর সংযোজন, “যাঁরা হিন্দিভাষী, কিন্তু দীর্ঘ দিন বাংলায় বসবাস করছেন তাঁদের নামও বাদ দেওয়ার চেষ্টা করছে। কারণ, এঁদের ভোট তৃণমূল পাবে না।” শুভেন্দু জানিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করবেন এবং পুলিশ যেখানে আটকাবে, সেখানেই সভা করা হবে। প্রতিনিধিরা দাবিপত্র জমা দেবেন কমিশনে। যদিও তৃণমূল সূত্রের পাল্টা বক্তব্য, ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের। সেই কমিশনকে এখন ‘বিজেপির শাখা সংগঠনে’ পরিণত করা হয়েছে। ওই সূত্রের আরও দাবি, মহারাষ্ট্র ও দিল্লির ‘কারচুপি’ বাংলায় ধরা পড়ে যাওয়ায় বিজেপি মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।

মালদহের মোথাবাড়িতে একটি অশান্তির ঘটনার প্রতিবাদে এ দিনই পথে নেমেছিল বিজেপি। শুভেন্দুর নেতৃত্বে কলকাতার এপিসি রোড থেকে শুরু করে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিল হয়। শেষে অস্থায়ী মঞ্চে সভা হয়েছে। উপস্থিত ছিলেন বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ, তাপস রায় প্রমুখ। শুভেন্দুর দাবি, “ওই ঘটনার পরে স্বরাষ্ট্রসচিব, ডিজি-র সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। দু’জনেই নবান্ন ছেড়ে পালিয়েছেন!” ওই ঘটনায় এনআইএ তদন্ত ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলে বিজেপিপন্থী আইনজীবীরা আদালতে মামলা করেছেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা। আগামী ৩০ মার্চ মোথাবাড়ি যাওয়ার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। শুভেন্দু এ দিন রামনবমীর মিছিলে ‘হামলা’ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।

Advertisement
আরও পড়ুন