Santanu Sen Abhishek Banerjee

শনিবার অভিষেকের ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন সাসপেন্ড হওয়া শান্তনু, কী বলছেন প্রাক্তন সাংসদ

প্রথমে দলের মুখপাত্রের পদ থেকে সরানো হয় শান্তনুকে। তার পর ‘দলবিরোধী’ কাজের জন্য তাঁকে নিলম্বিত করার সিদ্ধান্ত নেয় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২২:৩৩
(বাঁ দিকে)অভিষেক বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন (ডান দিকে)।

(বাঁ দিকে)অভিষেক বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন (ডান দিকে)। —ফাইল চিত্র।

গত শনিবার দলের প্রায় সাড়ে চার হাজার নেতাকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই যোগ দিয়েছিলেন গত জানুয়ারি মাসে দল থেকে সাসপেন্ড (নিলম্বিত) হওয়া নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে।

Advertisement

কী ভাবে যোগ দিলেন তিনি? উল্লেখ্য, অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতর থেকে ওই বৈঠকের লিঙ্ক পাঠানো হয়েছিল নেতাদের। শান্তনুও সেই ভাবেই লিঙ্ক পেয়েছিলেন। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানার জন্য শান্তনুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। শুধু বলেন, ‘‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত।’’ তৃণমূলের অন্দরে দু’টি প্রশ্ন এখন ঘুরছে। শান্তনুকে কি তা হলে দলের মূলস্রোতে ফিরিয়ে আনার সূচনা হয়েছে শনিবার? না কি তাঁকে ‘আনুগত্যের’ পুরস্কার দেওয়া হয়েছে? উল্লেখ্য, দলের অন্দরে শান্তনু ‘অভিষেক-ঘনিষ্ঠ’ হিসাবেই পরিচিত। দল থেকে সাসপেন্ড হলেও অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচির পুরোটার নেপথ্যে তিনি ছিলেন বলেই খবর।

আরজি কর-কাণ্ডের পর থেকেই শান্তনুর অবস্থান এবং তাঁর নিজস্ব মতামত ঘিরে বিতর্ক দানা বাঁধে। ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচিতে সমর্থন ছিল শান্তনুর। চিকিৎসক নেতার স্ত্রী তথা কলকাতা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি সেনকেও দেখা গিয়েছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে থাকতে। হাসপাতাল প্রশাসনের অন্দরে ‘দুর্নীতি’র অভিযোগ তুলেছিলেন চিকিৎসক নেতা। আরজি কর পর্বের পর থেকেই শান্তনুর সঙ্গে দলের সমীকরণ নিয়ে জলঘোলা শুরু হয়। প্রথমে দলের মুখপাত্রের পদ থেকে সরানো হয় শান্তনুকে। তার পর ‘দলবিরোধী’ কাজের জন্য তাঁকে নিলম্বিত করার সিদ্ধান্ত নেয় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। তবে কোন দলবিরোধী কাজের জন্য শাস্তিমূলক পদক্ষেপ, তা প্রকাশ্যে জানানো হয়নি।

Advertisement
আরও পড়ুন