Narendra Modi- Jairam Ramesh

মোদীকে চিনের প্রশংসা, প্রশ্ন বিরোধীদের

চিনকে ‘লাল চোখ’ দেখাবেন বলে অতীতে যে কথা বলেছিলেন তিনি, সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে এখন কটাক্ষ করেছে বিরোধী শিবির।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ০৬:৪৯
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী। জয়রাম রমেশ (ডান দিকে)।

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী। জয়রাম রমেশ (ডান দিকে)। —ফাইল চিত্র।

সংঘাতকে ছাপিয়ে চিনের সঙ্গে ইতিবাচক সম্পর্কের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের দিক থেকেও এসেছিল প্রশংসা। এ বার বেজিংয়ের এই প্রশংসা নিয়েই বিরোধীদের সম্মিলিত আক্রমণের মুখে পড়তে হল মোদীকে। চিনকে ‘লাল চোখ’ দেখাবেন বলে অতীতে যে কথা বলেছিলেন তিনি, সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে এখন কটাক্ষ করেছে বিরোধী শিবির।

কংগ্রেস নেতা জয়রাম রমেশের যুক্তি, চিন-ভারত সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ২০২০ সালের মার্চ মাসে থাকা স্থিতাবস্থা লঙ্ঘন করেছে বেজিং। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী চিনকে ‘ক্লিন চিট’ দিয়েছেন। এর পরে চিন তাঁর প্রশংসা করবেই। জয়রামের কথায়, ‘‘আমরা চাই সংসদে চিনকে নিয়ে আলোচনা করে প্রস্তাব পাশ করা হোক।’’ তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ একই সুরে মোদীকে আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘‘চিনকে লাল চোখ দেখাবেন বলে জানিয়েছিলেন মোদী। কিন্তু এখন তিনি উল্টো পথ বেছে নিয়েছেন।’’

তবে চিন নিয়ে মোদীকে সবচেয়ে বেশি সমালোচনা শুনতে হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামীর থেকে। তিনি দাবি করেছেন, চিন সীমান্ত নিয়ে ‘আত্মসমর্পণ’ করায় ‘গুড বয়’ মোদীর প্রশংসা করে বেজিংও বিবৃতি দিয়েছে।

আরও পড়ুন