Sujay Krishna Bhadra

‘কাকু’ এখনও অসুস্থ, ভার্চুয়ালিও কোর্টে হাজির হলেন না, সিবিআই চায় বোর্ড গড়ে পরীক্ষা হোক

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোর্টে আবেদন, জেল সুপারের কাছে সুজয়কৃষ্ণের মেডিক্যাল রিপোর্ট চাওয়া হোক। তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হোক।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৮
সুজয়কৃষ্ণ ভদ্র।

সুজয়কৃষ্ণ ভদ্র। — ফাইল চিত্র।

কলকাতা হাই কোর্ট জানিয়েছিল, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ নিম্ন আদালতে সশরীরে উপস্থিত হতে না-পারলে তাঁকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো যেতে পারে। তবে মঙ্গলবার বিচার ভবনে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো গেল না নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণকে। জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তিনি অসুস্থ। তার পরেই সিবিআই কোর্টে আবেদন করেছে যে, মেডিক্যাল বোর্ড গঠন করে সুজয়কৃষ্ণের স্বাস্থ্য পরীক্ষা করানো হোক।

Advertisement

মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে সুজয়কৃষ্ণকে বিচার ভবনে হাজির করানোর কথা থাকলেও তা করা যায়নি। জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তিনি অসুস্থ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখন জেলে রয়েছেন সুজয়কৃষ্ণ। ১৭ ডিসেম্বর ‘কাকু’কে নিম্ন আদালতে সশরীরে হাজির করানোর জন্য আবার প্রোডাকশন ওয়ারেন্ট (সশরীরে হাজির করানোর নির্দেশ)-এর আবেদন জানিয়েছে সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেছে আদলত। পাশাপাশি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন, জেল সুপারের কাছে সুজয়কৃষ্ণের মেডিক্যাল রিপোর্ট চাওয়া হোক। তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হোক। সেই বোর্ডের সদস্যেরা জেলে গিয়ে সুজয়কৃষ্ণের স্বাস্থ্য পরীক্ষা করবেন। প্রয়োজনে তাঁকে বাইরের কোনও হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হোক বলেও আদালতে জানিয়েছে সিবিআই।

সোমবারও নিম্ন আদালতে হাজির করানোর কথা ছিল সুজয়কৃষ্ণকে। কিন্তু জেল সূত্রে জানা গিয়েছিল, তিনি ‘অসুস্থ’। তাই তাঁকে হাজির করানো যায়নি। এর পরেই বিচার ভবন প্রশ্ন তুলেছিল, কেন জেলে গিয়ে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করা হচ্ছে না। বিচারক জানান, জেলে গিয়ে চাইলে সোমবারই তাঁকে গ্রেফতার করতে পারবে কেন্দ্রীয় সংস্থা। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চ জানিয়েছে, ‘কাকু’ সশরীরে আদালতে হাজির হতে না-পারলে তাঁকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো যেতে পারে। সে ক্ষেত্রেও আর্জি মঞ্জুর হলে ‘কাকু’কে হেফাজতে নিতে পারবে সিবিআই। যদিও মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো যায়নি সুজয়কৃষ্ণকে।

নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণকে গ্রেফতার করেছিল ইডি। হাই কোর্ট সেই মামলায় তাঁকে জামিন দিয়েছিল। কিন্তু জেলমুক্তি ঘটেনি সুজয়কৃষ্ণের। সিবিআই তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় হেফাজতে নিতে চেয়ে নিম্ন আদালতে বার বার আবেদন করেছে। নিম্ন আদালত জানিয়েছিল, আদালতে সশরীরে হাজির না হলে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করা যাবে না। যদিও এখন পর্যন্ত তাঁকে সশরীরে হাজির করানো যায়নি আদালতে। এর মধ্যে মঙ্গলবার হাই কোর্ট সুজয়কৃষ্ণকে গ্রেফতারির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে। আগামী সোমবার, পরবর্তী শুনানির দিন এই প্রশ্নের জবাব দিতে হবে সিবিআইকে।

Advertisement
আরও পড়ুন