SUCI

আইন অমান্যের ডাক

এক ধাক্কায় ৭৪৮টি ওষুধ-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানোর পাশাপাশি স্মার্ট মিটার বাতিল, বছরভর খেতমজুরদের কাজের মতো দাবিও তুলেছে এসইউসি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ০৭:২৪
আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছে এসইউসি।

আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছে এসইউসি। —নিজস্ব চিত্র।

আর জি কর-কাণ্ডের বিচার, স্বাস্থ্য-শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে ‘দুর্নীতি ও হুমকি প্রথা’ বন্ধের মতো বিভিন্ন দাবিকে সামনে রেখে ৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্য জুড়ে আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছে এসইউসি। এক ধাক্কায় ৭৪৮টি ওষুধ-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানোর পাশাপাশি স্মার্ট মিটার বাতিল, বছরভর খেতমজুরদের কাজের মতো দাবিও তুলেছে এসইউসি। দলের দফতরে মঙ্গলবার এসইউসি-র পলিটব্যুরো সদস্য অমিতাভ চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর ও সুব্রত গৌড়ীরা জানিয়েছেন, ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতির প্রতিবাদে গত ২১ জানুয়ারি মহামিছিল হয়েছে। তারই ধারাবাহিকতায় এ বার সব জেলায় বিক্ষোভ এবং আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জেলাশাসক, মহকুমাশাসকের দফতর অভিযান হবে। কলকাতায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হবে মিছিলও। সেখানে থাকার কথা দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের।

Advertisement
Advertisement
আরও পড়ুন