West Bengal Weather Update

শ্রীনিকেতনে ১২-তে নেমে গেল তাপমাত্রা! কলকাতায় কত? সপ্তাহান্তে বৃষ্টিও হতে পারে দুই জেলায়

দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সরাসরি তার প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের উপকূলে। তবে দুই জেলায় সপ্তাহান্তে সামান্য বৃষ্টি হতে পারে, জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১০:৩০
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে, সঙ্গে সকালের দিকে রয়েছে কুয়াশা।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে, সঙ্গে সকালের দিকে রয়েছে কুয়াশা। —ফাইল চিত্র।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা আরও কমল। বীরভূমের শ্রীনিকেতনে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে পারদ। যদিও কলকাতার তাপমাত্রা নতুন করে আর কমেনি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের দু’টি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আপাতত তা সুস্পষ্ট নিম্নচাপ আকারে অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এখনও পর্যন্ত যার অভিমুখ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূল। দূরের সমুদ্রে তৈরি হওয়ায় এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ছে না পশ্চিমবঙ্গের উপকূলে। যদিও আগামী শনিবার এবং রবিবার উপকূলঘেঁষা দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে, জানিয়েছে আলিপুর। দক্ষিণের অন্য কোনও জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া মূলত শুকনো থাকবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায়। উত্তরের অন্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। সব জেলাতেই কমবেশি কুয়াশার প্রভাব পড়তে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দুই বঙ্গেই আগামী চার দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এ ছাড়া, উত্তর-পূর্ব অসমে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি কম। রবিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি ছিল। ফলে তাপমাত্রার পরিবর্তন হয়নি।

হাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, শ্রীনিকেতনে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, দমদমে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়ায় ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৬ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৫ ডিগ্রি সেলসিয়াস, আসানসোল এবং পানাগড়ে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে ১৪ ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঝড়গ্রামে তাপমাত্রা নেমে গিয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে কম তাপমাত্রা ছিল দার্জিলিঙে, ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, কালিম্পঙে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

Advertisement
আরও পড়ুন