Special Trains

Special trains: যাত্রী চাহিদায় উত্তরবঙ্গগামী স্পেশাল ট্রেন চলবে অতিরিক্ত আরও দু’দিন

আগামী ৩০ জানুয়ারি থেকে টিকিট সংরক্ষণ কেন্দ্র এবং ইন্টারনেটে টিকিট সংরক্ষণ করা যাবে। দু’টি ট্রেনেই স্পেশাল ট্রেনের ভাড়া ধার্য হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৯:১৪

ফাইল ছবি।

যাত্রী চাহিদার কথা মাথায় রেখে শিয়ালদহ ও হাওড়া থেকে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়িগামী দু’টি স্পেশাল ট্রেনের পরিষেবা আরও অতিরিক্ত দু’দিন চালাবে রেল। মঙ্গলবার এ কথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।

পূর্ব রেল এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, পূর্ব নির্ধারিত সময়েই ট্রেন দু’টি যাত্রা শুরু করবে। ৩০ জানুয়ারি থেকে টিকিট সংরক্ষণ কেন্দ্র এবং ইন্টারনেটে টিকিট সংরক্ষণ করা যাবে। দু’টি ট্রেনেই স্পেশাল ট্রেনের ভাড়া ধার্য হবে।

০২৩০৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল (প্রতি বুধবার) ১২ জানুয়ারি পর্যন্ত চলবে।

Advertisement

০২৩০৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল (প্রতি বৃহস্পতিবার) ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে।

০২৩০৭ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল (প্রতি বুধবার) ১২ জানুয়ারি পর্যন্ত চলবে।

০৩৭৫২ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ স্পেশাল (প্রতি শুক্রবার) ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

Advertisement
আরও পড়ুন