Sitting Protest

নিয়োগের বার্তা এখনও নেই, নবান্নের কাছে ফের ধর্নায় গ্রুপ-ডি প্রার্থীরা

আজ, শুক্রবার পর্যন্ত অবস্থান চলবে। বৃহস্পতিবার রাতেও ধর্না মঞ্চে অবস্থান হবে। শুক্রবার বিকেলে রাজ্যের মুখ্যসচিবকে স্মারকলিপি দেবেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ০৮:৪১
কলকাতা হাই কোর্টের অনুমতিতেই ধর্না অবস্থান বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।

কলকাতা হাই কোর্টের অনুমতিতেই ধর্না অবস্থান বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। —প্রতীকী চিত্র।

শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে নবান্নের কাছে মন্দিরতলায় দু’দিনের ধর্নায় বসলেন রাজ্য সরকারের গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা। তাঁরা জানাচ্ছেন, আজ, শুক্রবার পর্যন্ত তাঁদের অবস্থান চলবে। বৃহস্পতিবার রাতেও তাঁরা ধর্না মঞ্চে থাকবেন। শুক্রবার বিকেলে রাজ্যের মুখ্যসচিবকে স্মারকলিপি দেবেন। কলকাতা হাই কোর্টের অনুমতিতেই এই ধর্না অবস্থান বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।

Advertisement

কয়েক জন চাকরিপ্রার্থী জানান, এর আগে গত ১১ ও ১২ নভেম্বর হাই কোর্টের নির্দেশেই মন্দিরতলায় দু’দিনের ধর্নায় বসেছিলেন তাঁরা। পরে মুখ্যসচিবের সঙ্গে দেখা করে দাবিদাওয়া নিয়ে স্মারকলিপিও দেন। কিন্তু চাকরিপ্রার্থীদের অভিযোগ, তার পরে ৬৪ দিন অতিক্রান্ত হয়ে গেলেও সরকারের তরফ থেকে কোনও সদর্থক বার্তা তাঁরা পাননি।

২০১৭ গ্রুপ-ডি ওয়েটিং ঐক্য মঞ্চের আহ্বায়ক আশিস খামরুই বলেন, ‘‘রাজ্য সরকার গ্রুপ-ডির ছ’হাজার শূন্য পদের মধ্যে ৫৪২২ জনের মেধা তালিকা প্রকাশ করেছিল ২০১৮ সালে। কিন্তু, সেই তালিকায় র‌্যাঙ্ক বা ক্যাটাগরি, কিছুই নিয়ম মেনে হয়নি। কিসের ভিত্তিতে ওই মেধা তালিকা প্রকাশ করা হল, তা নিয়ে আমরা একাধিক বার ইমেল করে জানতে চেয়েছিলাম। কিন্তু উত্তর পাইনি।’’ তাঁর কথায়, ‘‘ওই ছ’হাজার শূন্য পদের মধ্যে এখনও ৫২৮টি পদ ফাঁকা রয়েছে। এ ছাড়া, বেশ কিছু চাকরিপ্রার্থী অন্য জায়গায় চাকরি নিয়ে চলে গিয়েছেন। ফলে, সেই পদও ফাঁকা হয়েছে। আমাদের দাবি, এই সব পদে দ্রুত নিয়োগ করা হোক।’’

বৃহস্পতিবার আশিস জানান, এ দিন তাঁদের অবস্থানে প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থী হাজির ছিলেন। তাঁর দাবি, এই সংখ্যা শুক্রবার বাড়বে। দাবি না মিটলে বৃহত্তর আন্দোলন হবে।

Advertisement
আরও পড়ুন