Suvendu Adhikari

বিরোধী দলনেতা শুভেন্দুর ‘হুমকি’র জেরে চার বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য

বিধায়ক সৌমেন জানান, তাঁদের নিরাপত্তা ব্যবস্থা আগে থেকে ছিল। কিন্তু বিরোধী দলনেতা হুমকি দেওয়ার পর তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৪:৫৯
শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভার ভিতরেই খুনের হুমকি দেওয়ার অভিযোগ জানিয়ে বিজেপির-ই চার বিধায়ক স্পিকারকে চিঠি দিয়েছিলেন। এ বার ওই চার বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার। ওই চার বিধায়ক— রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বাগদার বিশ্বজিৎ দায়, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ এবং কালিয়াগঞ্জের সৌমেন রায়।

সৌমেন জানিয়েছেন, তাঁদের নিরাপত্তা ব্যবস্থা আগে থেকে ছিল। কিন্তু বিরোধী দলনেতা হুমকি দেওয়ার পর তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। বৃহস্পতিবার ওই চার জন স্পিকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেন। এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। তারপরেইওই বিধায়কদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁদের নিরাপত্তা বাড়িয়েছিল রাজ্য। এ বার সেই নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে।

স্পিকার বৃহস্পতিবার বলেন, ‘‘পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। কোনও বিরোধী দলের নেতা সতীর্থ বিধায়কদের এভাবে হুমকি দিচ্ছেন তা আগে দেখিনি। আমার সময়কালেও এমন ঘটনা ঘটেনি।’’

Advertisement

প্রসঙ্গত, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ওই বিধায়কদের অভিযোগ ছিল, আয়কর নোটিস ধরানোর হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা। তাঁদের প্রাণনাশের হুমকিও দিয়েছেন বিধানসভার অধিবেশনে। বুধবার মুখ্যমন্ত্রীর বক্তৃতা শেষের পরেই ওই চার বিধায়ক স্পিকারের কাছে এ বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানান। পরে স্পিকারের নির্দেশে তাঁরা বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর দফতরে। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব গ্রহণ করেছেন স্পিকার।

যদিও অভিযোগ দায়ের হওয়ার পর বিরোধী দলনেতা জানিয়েছিলেন, এ বিষয়ে যাঁরা অভিযোগ করেছেন তাঁদেরই প্রমাণ করতে হবে। স্পিকার জানিয়েছেন, চার বিধায়কের অভিযোগের সত্যতা যাচাই করার পর এই বিষয়টি স্বাধিকাররক্ষা কমিটির কাছে পাঠানো হয়েছে। চলতি অধিবেশনেই কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিমান।

আরও পড়ুন
Advertisement