—প্রতীকী চিত্র।
কাজ পাইয়ে দেওয়ার নাম করে এক তরুণীকে ভিন্ জেলা থেকে ডেকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হল তিন যুবক।
হুগলি জেলার বাসিন্দা ওই তরুণীর অভিযোগের প্রেক্ষিতে ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা হয়েছে। ওই তিন যুবককে শনিবার ভোরে গ্রেফতার করেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার পুলিশ। এ দিন ধৃতদের মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হলে বিচারক তিন জনেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ওই তিন জনই ডেবরা থানা এলাকার বাসিন্দা। তবে তাদের নাম প্রকাশ্য আনতে চায়নি পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে এক জনের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছিল ওই তরুণীর। ফেব্রুয়ারি মাসের শেষদিকে কাজ দেওয়ার নাম করে তাঁকে ডেবরায় ডেকে পাঠানো হয়। কথা মতো নির্দিষ্ট জায়গায় আসেন তিনি। ওই তিন যুবক সেখানেই ছিল। ওই তরুণীর অভিযোগ, একটি গাড়ি করে ডেবরার একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়। সন্ধ্যা হতে চলন্ত গাড়িতেই গণধর্ষণ করা হয়। একটি রাস্তার ধারে ওই তরুণীকে ফেলে চলে যায় ওই তিন যুবক। স্থানীয়দের চেষ্টায় থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। নিজস্ব সংবাদদাতা