— প্রতীকী চিত্র।
আর জি কর হাসপাতালের চিকিৎসক-পড়ুয়া খুন ও ধর্ষণের মামলায় ময়না তদন্তকারী এক চিকিৎসক, এক কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞ ও কলকাতা পুলিশের দুই তদন্তকারী অফিসারের সাক্ষ্য গ্রহণ করল শিয়ালদহ অতিরিক্ত দায়রা বিচারকের আদালত। বুধবার ওই চার জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে সূত্রের খবর।
তদন্তকারীদের কথায়, চিকিৎসক-পড়ুয়ার মৃতদেহ তিন জন চিকিৎসক ময়না তদন্ত করেছিলেন। এর আগে প্রধান ময়না তদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ দিন বাকি দু’জনের মধ্যে এক জনের সাক্ষ্য গ্রহণ করা হল। তদন্তকারীদের কথায়, ঘটনার দিন অর্থাৎ ৯ অগস্ট সূর্যাস্তের পর চিকিৎসক-পড়ুয়ার মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছিল। ওই চিকিৎসক-পড়ুয়ার সহপাঠীদের দাবি অনুযায়ী, স্বাস্থ্য ভবনের তরফে তিন জন চিকিৎসককে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়।
আর জি কর হাসপাতালের দু’জন চিকিৎসক এবং কলকাতার একটি সরকারি হাসপাতালের আর এক চিকিৎসককে নিয়ে বোর্ড গঠন করেছিল স্বাস্থ্য ভবন। এ দিন কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির এক বিশেষজ্ঞের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ময়না তদন্তের সময়ে মৃতদেহের নানা নমুনা ও ভিসেরা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। সেই বিষয়ে ওই ফরেন্সিক বিশেষজ্ঞের সাক্ষ্য গ্রহণ করা হয়। তদন্ত প্রক্রিয়ায় জড়িত কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দুই তদন্তকারী অফিসারও সাক্ষ্য দেন এ দিন। এ দিনও অভিযুক্ত সঞ্জয় রায় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করে।