police

Police: রদবদল রাজ্য পুলিশে, হাঁসখালির পুলিশ-জেলা রানাঘাটের এসপি বদল, বদল ডায়মন্ড হারবারেও

কলকাতা পুলিশেও কিছু রদবদলের নির্দেশ দেওয়া হয়েছে। এসটিএফের আইজি রাজেশকুমার যাদব কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) হলেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ২০:২২
মালদহের নতুন পুলিশ সুপার হচ্ছেন প্রদীপ যাদব। প্রদীপ আগে সিআইডিতে ছিলেন। 

মালদহের নতুন পুলিশ সুপার হচ্ছেন প্রদীপ যাদব। প্রদীপ আগে সিআইডিতে ছিলেন।  গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ব্যাপক রদবদল রাজ্য পুলিশের বিভিন্ন পদে। বদলি হয়ে গেলেন রানাঘাটের পুলিশ সুপার সায়ক দাস। কিছুদিন আগে হাঁসখালিতে এক যুবতীর ধর্ষণের ঘটনা ঘটে। সেই সময় তিনি ওই জেলার পুলিশ সুপার ছিলেন। মালদহের নতুন পুলিশ সুপার হলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ছিলেন। ডায়মন্ড হারবারের নতুন সুপার হচ্ছেন ধৃতিমান সরকার।

এ ছাড়াও বদলি হয়েছেন মালদহের পুলিশ সুপার অমিতাভ মাইতি। রবিবার মালদহে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে পাঁচ শিশু আহত হয়। অমিতাভকে আইবি-তে বদলি করা হয়েছে। মালদহের নতুন পুলিশ সুপার হচ্ছেন প্রদীপ যাদব। প্রদীপ আগে সিআইডিতে ছিলেন।

কলকাতা পুলিশেও কিছু রদবদলের নির্দেশ দেওয়া হয়েছে। এসটিএফের আইজি রাজেশকুমার যাদব কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) হলেন। বিধাননগরের নতুন ডেপুটি কমিশনার (হেডকোয়ার্টার) হলেন দেবস্মিতা দাস। দেবস্মিতা আগে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে ছিলেন। কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের নতুন ডেপুটি কমিশনার হলেন প্রবীণ প্রকাশ।

Advertisement
আরও পড়ুন
Advertisement