Murshidabad

‘মামলা না তুললে মেরে ফেলব’! জেল থেকে ফোন শিশুকন্যা ধর্ষণে অভিযুক্তের, মুর্শিদাবাদে চাঞ্চল্য

শিশুকন্যা ধর্ষণের অভিযোগে বহরমপুরে কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছেন এক গৃহশিক্ষক। অভিযোগ, সেই অভিযুক্তই সংশোধনাগার থেকে ফোন করে নির্যাতিতার মাকে হুমকি দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৯:৫২

—প্রতীকী চিত্র।

শিশুকন্যা ধর্ষণের অভিযোগে বহরমপুরে কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছেন এক গৃহশিক্ষক। অভিযোগ, সেই অভিযুক্তই সংশোধনাগার থেকে ফোন করে নির্যাতিতার মাকে হুমকি দিয়েছেন। বলেছেন, ‘‘মামলা প্রত্যাহার না করলে মেরে ফেলব।’’ ওই হুমকি ফোন পেয়ে মঙ্গলবার নির্যাতিতার মা থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

অভিযোগ দায়ের হওয়ার পর বহরমপুর সংশোধনাগার তল্লাশি চালান কর্তৃপক্ষ। সংশোধনাগারের ১৭ নম্বর ওয়ার্ডে বন্দি ছিলেন অভিযুক্ত। সূত্রের খবর, তল্লাশি চালাতে গিয়ে ওই গৃহশিক্ষকের কাছ থেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে।

বস্তুত, শিশুকন্যা ধর্ষণের মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব প্রায় শেষের পথে। দুই পুলিশ আধিকারিকের সাক্ষ্য হলেই সেই পর্ব শেষ হবে। এমন সময়ে সংশোধনাগার থেকে ফোনে নির্যাতিতার পরিবারকে অভিযুক্ত হুমকি দেওয়াই হইচই শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন