ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে বিশ্বভারতীর অধ্যাপকের পরিবার। —নিজস্ব চিত্র।
ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে বিশ্বভারতীর অধ্যাপকের পরিবার। ঘটনায় মৃত্যু হয়েছে অধ্যাপকের স্ত্রী ও মেয়ের। সঙ্কটজনক অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন বিশ্বভারতীর শিল্প সদনের অধ্যাপক শান্তনু জানা।
চারচাকা গাড়ি করে শনিবার বিকেলে দুমকা থেকে বোলপুরের উদ্দেশে ফিরছিলেন অধ্যাপক ও তাঁর পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের রানিশ্বরের কাছে চারচাকা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েন। তবে কী ভাবে দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এলাকার মানুষ ও পুলিশ দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক অধ্যাপক শান্তনু জানার স্ত্রী ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক। তবে তাঁরা কোথায় গিয়েছিলেন, ঠিক কোন জায়গায় কী ভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা অবশ্য এখনও স্পষ্ট হয়নি।