Vegetable Price Dropped

দাম কমল আনাজের

বাসিন্দাদের অভিযোগ, কিসান মান্ডিতে বাজার কমিটি না থাকায় হাতে গোনা কয়েকজন আনাজের দরদাম নিয়ন্ত্রণ করেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
মানবাজার শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ১০:১৮
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

জেলা টাস্কফোর্স বুধবার মানবাজার কিসান মান্ডিতে আনাজ বাজারে অভিযান চালিয়েছিল।আনাজ বাজারে একাধিক অনিয়ম টাস্কফোর্সের কর্তাদের চোখে পড়েছিল। এমনকি ওজনে ‘কারচুপি’-ও ধরা পড়ে। বৃহস্পতিবার সেই বাজারেই এক লাফে বেশ কিছু আনাজের দাম কমে গেল। এতে স্বস্তিতে ক্রেতারা।

Advertisement

বাসিন্দাদের অভিযোগ, কিসান মান্ডিতে বাজার কমিটি না থাকায় হাতে গোনা কয়েকজন আনাজের দরদাম নিয়ন্ত্রণ করেন। তাঁরা চাষিদের থেকে কম দামে আনাজ কিনে ক্রেতাদের বেশি দামে কিনতে বাধ্য করেন। প্রকৃত চাষিরা আনাজের দাম পান না। এ দিন আনাজ বাজারে কেজি প্রতি টোম্যাটো ৬০ টাকা, পটল ২০ টাকা, কুঁদরি ১৫-২০ টাকা, ঝিঙে ৩০ টাকা, করলা ৪০ টাকা, পুঁইশাক ২০ টাকা, ওল ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। বাসিন্দাদের দাবি, বুধবার এই সব আনাজ দেড়গুণ বেশি দামে বিক্রি হয়েছে। ক্রেতাদের মধ্যে অশোক মাহাতো, বিশ্বনাথ সিং বলেন, ‘‘টাস্কফোর্সের অভিযানের ফলে এ দিন আনাজ কিছুটা কমে বিক্রি হয়েছে। কিন্তু এই স্বস্তি ক’দিন মিলবে সেটাই দেখার।’’

প্রতিবাদে সিপিএম

মানবাজার: মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সিপিএম কর্মীরা মানবাজারে মিছিল করলেন। আনাজ-সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি-সহ স্থানীয় সমস্যা নিয়ে স্লোগান দেওয়া হয়। প্রস্তাবিত মহকুমা হাসপাতালের জায়গা বাছাই নিয়ে টালবাহানা, মানবাজার গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন-সহ এক গুচ্ছ দাবি তুলে ধরেন তাঁরা।

আরও পড়ুন
Advertisement