Hul Diwas Celebration

হুল দিবসে নানা অনুষ্ঠান দু’জেলায়

খাতড়া খেরওয়াল জাহের গাড়ের আয়োজনে এসডিও মোড় সংলগ্ন কুরকুটিয়া জুনিয়র হাইস্কুলে রক্তদান শিবিরে রক্ত দেন ১০ জন মহিলা-সহ মোট ৫০ জন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৪ ০৮:৪৮
বোরোর বুরুডিতে সরকারী অনুষ্ঠানে। l লোকশিল্পী দের নৃত্য।

বোরোর বুরুডিতে সরকারী অনুষ্ঠানে। l লোকশিল্পী দের নৃত্য। ছবি-রথীন্দ্রনাথ মাহাতো।

যথাযথ মর্যাদায় দুই জেলা জুড়ে নানা অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে পালিত হল হুল দিবস। বাঁকুড়ার ছাতনায় হুল দিবসের অনুষ্ঠানে যোগ দেন সাংসদ অরূপ চক্রবর্তী-সহ জেলা ও ব্লক প্রশাসনের কর্তারা।

Advertisement

তালড্যাংরার শিবডাঙা মোড়ে সিধো, কানহোর পূর্ণাবয়ব মূর্তি উদ্বোধন করেন অরূপ চক্রবর্তী। সেখানকার বিধায়ক ছিলেন তিনি। তাঁর বিধায়ক তহবিল থেকেই ওই মূর্তি বসানো হয়েছে বলা জানা গিয়েছে।

অন্য দিকে ইঁদপুরের বাংলা জয়েন্ট মোড়ে সিধো, কানহোর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা।
দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার বিভিন্ন জায়গায় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, সরকারি, বেসরকারি স্কুলগুলিতে হুল দিবস পালিত হয়েছে। খাতড়ার এসডিও মোড়ে সিধো, কানহোর মূর্তিতে মালা দেন আদিবাসী একতা মঞ্চের সদস্যেরা।

এ দিন খাতড়া খেরওয়াল জাহের গাড়ের আয়োজনে এসডিও মোড় সংলগ্ন কুরকুটিয়া জুনিয়র হাইস্কুলে রক্তদান শিবিরে রক্ত দেন ১০ জন মহিলা-সহ মোট ৫০ জন। স্কুলে সিধো, কানহোর মূর্তিতে শ্রদ্ধা জানানোর পরে গ্রামে শোভাযাত্রা করে রাইপুরের চাতরী নিম্নবুনিয়াদি আবাসিক বিদ্যালয়ের পড়ুয়ারা।

এ ছাড়াও খাতড়া, রানিবাঁধ, রাইপুর সিমলাপাল-সহ দক্ষিণ বাঁকুড়ার বিভিন্ন জায়গায় যথাযথ হুল দিবস পালিত হয়েছে। বড়জোড়া ব্লকের ছান্দার মোড়ে সারা ভারত কৃষক সভার কর্মসূচিতে যোগ দেন সংগঠনের জেলা নেতৃত্ব সুজয় চৌধুরী, ব্লক সম্পাদক বিশ্বেশ্বর গরাঁই, আদিবাসী আন্দোলনের নেতৃত্ব ডমললাল মুর্মু ও শিবধর টুডু। সারা ভারত আদিবাসী ফোরাম ও সারা ভারত কৃষক মজদুর সভা যৌথ ভাবে বেলিয়াতোড়ে কনভেনশন ও মিছিল করে।

পুরুলিয়ায় আদিবাসী উন্নয়ন দফতরের আয়োজনে পুরুলিয়া জেলা পরিষদ ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মানবাজার ২ ব্লকের বুরুডিতে হুল দিবস পালিত হয়। সেখানে ছিলেন মানবাজারের বিধায়ক তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন, মানভূম কালচারাল অ্যাকাডেমির চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, মানবাজারের এসডিও অনুজপ্রতাপ সিং প্রমুখ। মঞ্চের পাশে নানা স্টল দিয়েছিল রাজ্য সরকারের বিভিন্ন দফতর।
পাশাপাশি স্থানীয় কৃতী পড়ুয়াদের পুরস্কৃত করা হয়।

তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, এ দিন দলের তরফে বিভিন্ন ব্লক এলাকায় শহিদদের শ্রদ্ধা জানানো হয়েছে। সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় বক্তৃতা করেন সাঁওতালি ব্যক্তিত্ব মহাদেব হাঁসদা।

বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানান, কাশীপুরে ও পুরুলিয়ায় তাঁর কার্যালয়ে হুল দিবস উপলক্ষে শহিদদের শ্রদ্ধা জানানো হয়েছে। যোগ দিয়েছিলেন দলের কর্মী-সমর্থকেরা।

পুঞ্চা ব্লকের জ্যোতিয়াটাঁড় গ্রামে দিনটি পালন করে সিপিএমের কৃষকসভা। এ ছাড়াও অয্যোধ্যার সিন্দুরপুরে হুল দিবস উপলক্ষে র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বোরো থানার নেকড়া, কুটনি, জামতোড়িয়া, বান্দোয়ান থানার কুচিয়া, শিরিসগোড়ায় বহু ক্লাব
ও সংস্থার আয়োজনে হুল দিবস পালন করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন