Bogtui Murder

Rampurhat Violence: বগটুই-কাণ্ডে আরও এক জন সিবিআইয়ের জালে, ধৃতদের সূত্রে মিলেছে খোঁজ

বগটুই-কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রিটনের সম্পর্কে জানতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর পর তাকে গ্রেফতার করা হয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১১:১৪
বগচুই-কাণ্ডে ধৃত আরও এক।

বগচুই-কাণ্ডে ধৃত আরও এক। —নিজস্ব চিত্র।

বগটুই-কাণ্ডে আরও এক জনকে গ্রেফতার করল সিবিআই। রিটন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবারই তাঁকে তোলা হবে আদালতে।

বগটুই-কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রিটন সম্পর্কে জানতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। বগটুই-কাণ্ডে সম্প্রতি সমীর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। সমীরকে রামপুরহাটে নিজেদের অস্থায়ী ক্যাম্পে ডেকে এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। জেরায় তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় ওই ব্যক্তিতে গ্রেফতার করে সিবিআই।

Advertisement

তার আগে মুম্বই থেকে মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জেরা করেই রিটন সম্পর্কে তথ্য মেলে বলে সিবিআই সূত্রে খবর।

আরও পড়ুন
Advertisement