Bankura

‘ডেনা’র পর পাকা ধানে ‘মই’ দিচ্ছে শুয়োর! বাঁকুড়ার চাষিদের মাথায় হাত

ঘূর্ণিঝড় ‘ডেনা’-র প্রভাবে ভারী বৃষ্টি হয়েছিল বাঁকুড়ায়। তার জেরে ব্যাপক ক্ষতি হয় আমন চাষে। এ বার দোসর বুনো শুয়োরের উৎপাত।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ২১:৩৯

—প্রতীকী চিত্র।

ঘূর্ণিঝড় ‘ডেনা’-র প্রভাবে ভারী বৃষ্টি হয়েছিল বাঁকুড়ায়। তার জেরে ব্যাপক ক্ষতি হয় আমন চাষে। এ বার দোসর বুনো শুয়োরের উৎপাত। যার জেরে বেনাজিরা গ্রামে প্রায় ৫০ বিঘা জমির ধানের দফারফা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দিশাহারা গ্রামের মানুষ। বন দফতরের আশ্বাস, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বুনো শুয়োরের দলকেও নিয়ন্ত্রণ করা হবে।

Advertisement

বাঁকুড়ার ওন্দা ব্লকের বেনাজিরা গ্রামের অদূরেই জঙ্গল। গ্রামবাসীরা জানান, বছরের এই সময়ে মাঠে ধান পাকলেই শুয়োরের দল সেই ধানের জমিতে চলে আসে। ‘ডেনা’র ভারী বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পর মাঠে ধান পাকতে শুরু করেছিল। সেই সময়েই জমিতে শুয়োরের উৎপাত। গ্রামের কৃষক ফাল্গুনী পাল বলেন, ‘‘ডেনার প্রভাবে আমাদের আমন চাষে কিছুটা ক্ষতি হয়েছিল। এ বার সেই ক্ষতি বহু গুণে বাড়িয়ে দিচ্ছে বুনো শুকরের দল। এ বারের উৎপাত গত বছরের চেয়েও বেশি। এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী বছর থেকে আমরা চাষাবাদ করব না।’’ গ্রামেরই বাসিন্দা মৃত্যুঞ্জয় সিংহ বলেন, ‘‘সমবায় থেকে ঋণ নিয়ে গ্রামের অধিকাংশ কৃষক আমন চাষ করেছেন। কিন্তু যা ক্ষতি হয়ে যাচ্ছে, তা সামলানো যাচ্ছে না।’’

বন দফতরের বাঁকুড়া লোকপুর রেঞ্জের ভারপ্রাপ্ত আধিকারিক ঘনশ্যাম মুখোপাধ্যায় বলেন, ‘‘বিষয়টি আমাদের জানা ছিল না। বুনো শুকরের দলের গতিবিধির উপর নজর রাখা হবে। এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা আবেদন জানালে সে ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।’’

আরও পড়ুন
Advertisement