Bankura

রাতভর ভারী বৃষ্টিতে ধসল বাড়ি, বাঁকুড়ায় মৃত বৃদ্ধা, জখম একই পরিবারের আরও ছয় সদস্য

অন্যদিনের মতোই শুক্রবার রাতেও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘুমাতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। কিন্তু রাত বাড়তেই ভারী বৃষ্টি শুরু হয়। টানা বৃষ্টির জেরে গভীর রাতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা ওই বাড়ির একাংশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
বিষ্ণুপুর শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৩
ভেঙে পড়া সেই মাটির বাড়ি।

ভেঙে পড়া সেই মাটির বাড়ি। —নিজস্ব চিত্র।

ভারী বৃষ্টিতে বাঁকুড়ায় বাড়ি ধসে মৃত্যু হল এক বৃদ্ধার। আহত আরও ছয় জন। আহতদের সকলেই চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকায়।

Advertisement

মৃতার নাম রবিবালা সিংহ (৬৫)। জখম তাঁর পরিবারের আরও ছয় সদস্য। প্রাথমিক ভাবে তাঁদের সকলকেই গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিন জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোতুলপুর থানার সিহড় কোনারপুর গ্রামে মাটির দোতলা বাড়িতে থাকত ওই পরিবার। শুক্রবার রাত বাড়তেই ভারী বৃষ্টি শুরু হয়। টানা বৃষ্টির জেরে গভীর রাতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা ওই বাড়ির একাংশ। নীচে চাপা পড়ে যান বৃদ্ধা-সহ সাত জন। পরিবারের অন্যান্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। বেশ কিছু ক্ষণের চেষ্টায় ধ্বংসস্তুপ সরিয়ে আহতদের উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরাই। সেখানে রবিবালাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

মৃতার আত্মীয় বিদ্যুৎ মিদ্দা সংবাদমাধ্যমকে বলেছেন, " রাতে ঘরের একটি কক্ষেই ওঁরা শুয়েছিলেন। রাত একটা নাগাদ হঠাৎ বাড়ির একাংশ ভেঙে পড়ে। তাতেই চাপা পড়ে যান সাত জন। পরিবারটি অত্যন্ত দুঃস্থ। তাঁদের বাড়িটি প্রশাসনের তরফে তৈরী করে দেওয়া হলে তাঁরা আগামী দিনে সুস্থভাবে বসবাস করতে পারবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement