Birbhum Bomb Blast

রাস্তার ধারে ডাস্টবিন কেন? পুরকর্মীর বাড়িতে বোমা ছুড়লেন পড়শি! বীরভূমে জখম এক শিশু-সহ চার

রবিবার বীরভূমের নলহাটি থানার নতুনগ্রামে এলাকায় ঘটনাটি ঘটেছে। বোমার আঘাতে জখম এক শিশু-সহ চার জন। তাঁদের উদ্ধার করে নলহাটি ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
নলহাটি শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৪ ২১:৪২

—প্রতীকী চিত্র।

ডাস্টবিন রাস্তার ধারে রাখার অপরাধে পুরসভার সাফাইকর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। রবিবার বীরভূমের নলহাটি থানার নতুনগ্রামে এলাকায় ঘটনাটি ঘটেছে। বোমার আঘাতে জখম এক শিশু-সহ চার জন। তাঁদের উদ্ধার করে নলহাটি ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বোমা মারার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বিকেলে নলহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নতুনগ্রাম এলাকার বাসিন্দা নলহাটি পুরসভার সাফাইকর্মী রেশমা বিবি তাঁর বাড়ির সামনে আবর্জনা ফেলার ডাস্টবিন রেখেছিল। সেই ডাস্টবিন রাখার প্রতিবাদ করেন প্রতিবেশী আকতারুল শেখ। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, বিবাদ শুরু হওয়ার পর পরেই আকতারুল রেশমা বিবির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। সেই বোমার আঘাতে জখম হন সাফাইকর্মী রেশমা বিবি-সহ তাঁর পরিবারের চার জন।

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পলাতক অভিযুক্ত আকতারুল শেখ। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। এলাকায় টহলদারি শুরু করা হয়েছে।

আরও পড়ুন
Advertisement