কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) দাবি করে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। এই আন্দোলন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবং আইনি বিতর্ক— ডিএ কি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার?
এই বিতর্কে লিখিত ভাবে অংশ নিতে আনন্দবাজার অনলাইন আহ্বান করেছে সমাজের সর্বস্তরের মানুষকে। পক্ষে-বিপক্ষে আমরা বহু মতামত পেয়েছি এবং পাচ্ছি। নির্বাচিত লেখাগুলি প্রকাশ করা হচ্ছে। যেমন যেমন মতামত আসছে, তেমন তেমন প্রতি দিন এই পাতাতেই সেগুলি প্রকাশিত হতে থাকছে। নজর রাখুন।