সুজয়কৃষ্ণ ভদ্র। —ফাইল চিত্র।
প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় আদালতে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদনের পথে সিবিআই। মঙ্গলবার গভীর রাতে সিবিআই সুজয়কৃষ্ণকে নিজেদের হেফাজতে নিয়েছে। বিচার ভবনে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারকের নির্দেশে তাঁকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাত সাড়ে ১২ নাগাদ জোকা ই এস আই হাসপাতালে নিয়ে যান সিবিআইয়ের তদন্তকারীরা। বিচারকের নির্দেশে পাঁচ চিকিৎসকের একটি বোর্ড তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে। রাত আড়াইটের পর সুজয়কৃষ্ণকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।
সিবিআই সূত্রে খবর, প্রেসিডেন্সি সংশোধনাগারের হাসপাতালের সব রিপোর্ট খতিয়ে দেখেছেন জোকা ই এস আই হাসপাতালের চিকিৎসকেরা। তাঁর আরও কিছু পরীক্ষাও করা হয় সেখানে। তার পর তাঁকে হেফাজতে নেওয়ার সম্মতি দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর নানা ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে নিজাম প্যালেসে। তদন্তকারীদের দাবি, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে একাধিক ফোনের ‘ভয়েস কল রেকর্ডিং' উদ্ধার হয়েছে। সেই কারণেই সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রসঙ্গত, বছর খানেক আগে দীর্ঘ টালবাহানার পর সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি।