Abhishek Banerjee

১৫০০ কোটির সংসদে কী হবে? বিরোধীদের তো কথাই বলতে দেন না প্রধানমন্ত্রী, আক্রমণ অভিষেকের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর জনসংযোগ যাত্রার ৩১তম দিনে কেশপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ২০:৫৫
Image of Narendra Modi And Abhishek Banerjee.

মোদীকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

১৫০০ কোটি টাকার তৈরি নতুন সংসদে কী হবে? প্রধানমন্ত্রী তো বিরোধীদের কথাই বলতে দেন না। এ ভাবেই নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর জনসংযোগ যাত্রার ৩১তম দিনে কেশপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

সকালেই রাজধানীতে ২০ বিরোধী দলের অনুপস্থিতি নতুন সংসদ ভবনের উদ্বোধন প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘১৫০০ কোটি টাকায় তৈরি সংসদে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না। তাঁদের মাইক বন্ধ করে রাখা হয়। শেষ ৩-৪টে অধিবেশনে কোনও আলোচনা করতে দেওয়া হয়নি। লোকসভা বা রাজ্যসভা কোথাও আলোচনা করতে দেওয়া হয়নি।’’ তিনি আরও বলেন, ‘‘হাজার কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি হল। উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হল। অথচ গরিব মানুষের বাড়ি তৈরি করতে আপনার অসুবিধা হয়।’’

Advertisement

রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘বাংলার ১১ লক্ষ ৩৫ হাজার মানুষের মাথায় ছাদ দরকার। সেখানে প্রায় ৫ হাজার কোটি টাকা বন্ধ। সংসদ ভবন তৈরি করে কী লাভ? যদি এসব বিষয়ে আলোচনাই করা না হয়। বাংলার তো ১০০ দিনের কাজে বাংলার সাড়ে ৭ হাজার কোটি টাকা আটকে রাখা হয়েছে।’’

নারী ক্ষমতায়ন নিয়েও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, ‘‘নতুন সংসদের উদ্বোধনে প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নের কথা বলছেন, আর সেই সংসদ থেকে ২ কিলোমিটার দূরে যে মেয়েরা দেশের নাম উজ্জ্বল করে মেডেল জিতে এনেছেন, তাঁদের টেনে হিঁচড়ে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা পুলিশ।’’ ডায়মন্ড হারবারের আরও সাংসদ বলেন, ‘‘রাষ্ট্রপতি একজন জনজাতি মহিলা। তাই তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এর থেকেই বোঝা যায় প্রধানমন্ত্রী মহিলাদের ক্ষমতায়নে কতটা বিশ্বাসী।’’

তাঁর কথায়, ‘‘অচ্ছে দিনের নমুনা হচ্ছে, বিজেপি করলে আপনার জন্য আইন অন্যরকম। আর তৃণমূল বা অন্য কোনও দল করলে আইন আরেক রকম। যত পাপ করুন, যত দোষী হন, বিজেপিতে যোগদান করলে আপনার সাত খুন মাফ। কাজে আর কথায় প্রধানমন্ত্রীর বিস্তর ফারাক। ২০০০ টাকার নোট বাতিল হল কেন? নোটবন্দির জন্য ১৪০ জন মানুষ মারা গেলেন, তাঁর দায় কে নেবে?’’

আরও পড়ুন
Advertisement