Post Poll Violence

Post Poll Violence: ভোট পরবর্তী অশান্তির ২১টি ধর্ষণ-অভিযোগের প্রমাণ মেলেনি, হাই কোর্টে জানাল সিবিআই

কলকাতা হাই কোর্ট সোমবার নির্দেশ দিয়েছে, ঘরছাড়াদের ঘরে ফেরাতে রাজ্য কী পদক্ষেপ করেছে, তা ২৪ জানুয়ারির মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ ১৬:০৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজ্যে ভোট পরবর্তী অশান্তি মামলায় ২১টি ধর্ষণের অভিযোগ ফিরিয়ে দিতে চায় সিবিআই। তদন্তে ধর্ষণের কোনও প্রমাণ না মেলার কারণেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের কাছে সোমবার সিবিআই-এর তরফে এই আবেদন জানানো হয়েছে।

সংশ্লিষ্ট মামলাগুলি খুন ও ধর্ষণ ছাড়া অন্য ভোট পরবর্তী অশান্তির মামলাগুলি তদন্তের দায়িত্বপ্রাপ্ত ‘সিট’-এর কাছে পাঠানোর আবেদন জানানো হয়েছে সিবিআই-এর তরফে। ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সোমবার নির্দেশ দিয়েছে, ঘরছাড়াদের ঘরে ফেরাতে রাজ্য কী পদক্ষেপ করেছে তা দু’সপ্তাহের (২৪ জানুয়ারি) মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে।

Advertisement

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের নির্দেশেই ২০২১ সালের বিধানসভা ভোটের পরবর্তী অশান্তির অভিযোগগুলির মধ্যে খুন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার অভিযোগগুলির তদন্ত করছে সিবিআই। বিভিন্ন ব্যক্তিগত তরফে ওই ২১ ধর্ষণের অভিযোগ লিপিবদ্ধ হয়েছিল। কিন্তু তদন্তে কোনও প্রমাণ পায়নি সিবিআই। তাই আদালতের অনুমতি নিয়ে অভিযোগগুলি ‘সিট’-কে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যে ভোট পরবর্তী অশান্তি পর্বে ধর্ষণ এবং যৌন হেনস্থার ৩৯টি এফআইআর হয়েছিল সিবিআই-এর তরফে। ৫২টি খুন বা অস্বাভাবিক মৃত্যুর অভিযোগেরও তদন্ত করছে সিবিআই। ভোট পরবর্তী অশান্তি মামলায় রিপোর্ট দিয়ে সিবিআই-এর আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর এ কথা জানিয়েছেন। তিনি জানান, যৌন হেনস্থার ৪টি অভিযোগ খতিয়ে দেখার কাজ হয়ে গিয়েছে।

ওই রিপোর্টে বলা হয়েছে, খুন বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ চার্জশিট জমা দেওয়া হয়েছে ১০টি। ৩৮ মামলার সিবিআই তদন্ত চলছে। দু’টি মামলা ফিরে গিয়েছে ‘সিট’-এর কাছে। দু’টি মামলার তদন্তের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে।

রাজ্যে ভোট পরবর্তী অশান্তি মামলাগুলির ‘সিট’-এর তদন্তেও অনেকটাই অগ্রগতি হয়েছে। ৬৮৯ মামলার ‘সিট’ মধ্যে চার্জশিট দিয়েছে ৫৭৩ টিতে। ৬৩ মামলার ক্লোজার রিপোর্ট পেশ করা হয়েছে বলে জানিয়েছে, ‘সিট’। সোমবার পঞ্চায়েত সদস্যদের জরিমানার টাকা দিয়ে ঘরে ফেরানোর অভিযোগও উঠে এসেছে হাই কোর্টে। এ বিষয়ে জনস্বার্থ মামলাকারীদের জরিমানা নথি-সহ আদালতে বিস্তারিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে দু’সপ্তাহের মধ্যে।

আরও পড়ুন
Advertisement