জেমস ভিন্স। —ফাইল চিত্র।
বলিউড অভিনেতা সইফ আলি খান তাঁর বাড়িতে আক্রান্ত হয়েছেন। দুষ্কৃতীর ছুরির আঘাতে আহত সইফ হাসপাতালে ভর্তি। অস্ত্রোপচার হয়েছে তাঁর। বাড়িতে বার বার দুষ্কৃতী হামলায় আতঙ্কে রয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার জেমস ভিন্সও। বাধ্য হয়ে ইংল্যান্ড ছাড়ছেন ভিন্স। অন্য দেশে গিয়ে সংসার পাতবেন তিনি।
ইংল্যান্ডের হয়ে ২১৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৩,৩৪০ রান করেছেন ভিন্স। জাতীয় দলের হয়ে ১৩টি টেস্টে ৫৪৮ ও ২৫টি এক দিনের ম্যাচে ৬১৬ রান করেছেন তিনি। ২০২৩ সালের মার্চ মাসের পর থেকে জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম ভিন্স।
ইংল্যান্ডের কাউন্টি হ্যাম্পশায়ারে স্ত্রী ও সন্তানদের নিয়ে আট বছর ধরে রয়েছেন ভিন্স। কিন্তু গত কয়েক দিন তাঁর বাড়িতে দু’বার দুষ্কৃতী হামলা হয়েছে। তাঁরা বাড়িতে থাকাকালীনই জানলা ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢুকেছেন। তাঁরা অবশ্য কেউ আক্রান্ত হননি। তবে আতঙ্কে রয়েছে গোটা পরিবার।
ভিন্স জানিয়েছেন, প্রথম বার হামলার পর গোটা পরিবার অন্য একটি জায়গায় চলে গিয়েছিল। সেখানে কিছু দিন কাটানোর পর আবার বাড়িতে ফেরেন তাঁরা। তার পরে আবার হামলা হয়। জল্পনা শুরু হয়েছিল, এর নেপথ্যে আর্থিক কোনও বিষয় রয়েছে। ভিন্স হয়তো কারও কাছে টাকা ধার করেছিলেন। তা ফেরত দিতে পারেননি। যদিও সব জল্পনা উড়িয়ে দিয়েছেন ভিন্স। তিনি জানিয়েছেন, ইংল্যান্ড ছেড়ে দুবাইয়ে গিয়ে সংসার পাতবেন। তাঁর কাছে পরিবারের সুরক্ষা ও শান্তি সকলের আগে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।