Chandan Sen

‘বিবেক জাগরণ যাত্রা’য় নেই চন্দন

মিছিলে যাবেন না জানিয়ে চন্দনের বক্তব্য, “রাজনৈতিক মঞ্চ বা রাজনীতি প্রভাবিত কর্মসূচিতে থাকব না। বলা হয়েছিল, চিকিৎসক কুণাল সরকার মিছিলের ডাক দিয়েছেন। তাই সম্মতি দিয়েছিলাম। এখন দেখছি স্মৃতিকুমার সরকারের নাম রয়েছে। তাঁকে চিনি না।”

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৮
চন্দন সেন।

চন্দন সেন। —ফাইল ছবি।

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ও স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দিনটির স্মরণে আজ, বুধবার সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত ‘বিবেক জাগরণ যাত্রা’র ডাক দিয়েছেন বিদ্বজ্জনদের একাংশ। সেখানে রাজ্যের নাট্যসম্মান ফিরিয়ে দেওয়া নাট্যকার চন্দন সেন, অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, বিক্রম সরকার, কুণাল সরকারে থাকার কথা বলে আয়োজকেরা জানিয়েছেন। কিন্তু তাঁর নাম থাকা নিয়ে তীব্র আপত্তি জানালেন চন্দন। কর্মসূচির আয়োজক হিসেবে কোনও সংগঠনের কথা না থাকলেও, রয়েছে প্রাক্তন উপাচার্য স্মৃতিকুমার সরকার-সহ সঙ্ঘ ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েক জনের নাম। এই সূত্রেই মিছিলে যাবেন না জানিয়ে চন্দনের বক্তব্য, “রাজনৈতিক মঞ্চ বা রাজনীতি প্রভাবিত কর্মসূচিতে থাকব না। বলা হয়েছিল, চিকিৎসক কুণাল সরকার মিছিলের ডাক দিয়েছেন। তাই সম্মতি দিয়েছিলাম। এখন দেখছি স্মৃতিকুমার সরকারের নাম রয়েছে। তাঁকে চিনি না।” রাজ্যের সম্মান ফেরানোর পরে চন্দনকে অভিনন্দন জানাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন বিজেপির দুই নেতা। প্রসঙ্গত, জহর সরকারও তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছাড়ার ঘোষণার দিন চন্দনকে ফোন করে জানান, নাট্যকারই প্রতিবাদের পথ দেখিয়েছেন।

Advertisement
আরও পড়ুন
Advertisement