পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র ।
জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পা ফুলছে তাঁর। হাঁটতে-চলতে অসুবিধা হচ্ছে। এমনটা জানিয়ে এসএসকেএম হাসপাতালে চিঠি পাঠালেন জেল কর্তৃপক্ষ। পার্থের শরীরে কী সমস্যা রয়েছে এবং তাঁর পা কেন ফুলছে, তা পরীক্ষা করে দেখার জন্য এসএসকেএম কর্তৃপক্ষকে আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ। তাঁকে এসএসকেএমে ভর্তিও করানো হয়েছে কিছু সময়ের জন্য।
বিবিধ শারীরিক অসুবিধা রয়েছে পার্থের। আদালতে আইনজীবী মারফত একাধিক বার শারীরিক সমস্যার কথা জানিয়েছেন তিনি। পার্থের শরীর স্থূল। সেই সংক্রান্ত কিছু সমস্যাও তাঁর রয়েছে। তবে পার্থের পায়ের ব্যথা বহু দিনের। জেলবন্দি হওয়ার আগে থেকেই পায়ের সমস্যায় ভুগতেন তিনি। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, এর আগে পার্থের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়ে তাঁর পায়ের ব্যথা বেড়েছিল। এ বারও সেই কারণেই পা ফুলেছে বলে মনে করা হচ্ছে। ব্যথাও বেড়েছে। হাঁটতে-চলতে অসুবিধা হচ্ছে। পাশাপাশি, গত কয়েক দিনেই দহনজ্বালায় পুড়ছে সারা দক্ষিণবঙ্গ। গরম পড়েছে কলকাতাতেও। জেলের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বা ফ্যানের ব্যবস্থা নেই। তাই গরমের কারণেও পার্থ কাহিল হয়ে পড়েছেন বলে জেল সূত্রে খবর। তাই এ বার পার্থের শারীরিক পরীক্ষার কথা জানিয়ে এসএসকেএম কর্তৃপক্ষে চিঠি পাঠাল প্রেসিডেন্সি জেল।
প্রসঙ্গত, ২০২২-এর ২২ জুলাই নাকতলায় পার্থের বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিনভর জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সে সময়ও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা গিয়েছিল। ইডির জিজ্ঞাসাবাদের মধ্যেই পার্থের বাড়িতে এসএসকেএমের চিকিৎসকদের যেতে দেখা গিয়েছিল। এর পর পার্থকে গ্রেফতারির পর তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে আদালতের নির্দেশে ভুবনেশ্বর এমসে নিয়ে যাওয়া হয়েছিল পার্থকে। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর যে অসুস্থতা রয়েছে, তার জন্য তাঁর হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই বলেই তখন জানিয়েছিলেন চিকিৎসকেরা। এর পর জেলে থাকাকালীন একাধিক বার অসুস্থ হয়ে পড়েন পার্থ।