congress candidate

জোট প্রার্থী-সহ পাঁচ জন ধৃত বোমা বাঁধার অভিযোগে, মাড়গ্রামে বিস্ফোরক উদ্ধার করল পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বাহিরগোড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, ওই গ্রামে একটি বাড়ির মধ্যে বোমা বাঁধার কাজ চলছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
মাড়গ্রাম শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ১১:১৯
One congress candidate arrested by police at Margram of Birbhum

দুই জার ভর্তি বোমা উদ্ধার। — নিজস্ব চিত্র।

এ বার বীরভূমের মাড়গ্রামে বোমা বাঁধার অভিযোগে গ্রেফতার করা হল জোট প্রার্থীকে। ওই কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরও চার জনকে। পুলিশের দাবি, উদ্ধার করা হয়েছে বেশ কিছু বোমা এবং বোমার উপকরণও। প্রার্থীকে ফাঁসানো হয়েছে বলে পাল্টা অভিযোগ তুলেছে কংগ্রেস। যদিও তৃণমূলের দাবি, আইন আইনের পথে চলবে। পরে সেই বোমা নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড।

মাড়গ্রাম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বাহিরগোড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, ওই গ্রামে একটি বাড়ির মধ্যে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় অভিযান চালিয়ে বাড়ির মালিক-সহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে ২০টি বোমা এবং বোমা বাঁধার উপকরণ-সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বাড়িটি সিল করা হয়েছে বলে মাড়গ্রাম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা খবর পেয়ে গ্রেফতার করেছি আসামিদের। ওই এলাকায় আরও কোথাও বোমা মজুত করা রয়েছে কি না, তা খতিয়ে দেখছি। পাশাপাশি জেলা জুড়ে আমাদের তল্লাশি অভিযান চলছে।’’

Advertisement

ধৃত জোট প্রার্থীর নাম চমৎকার শেখ। এ ছাড়াও গ্রেফতার হওয়া অন্যান্য চার জন হলেন টম শেখ, গিয়াসউদ্দিন শেখ এবং ডিউক শেখ। এঁদের মধ্যে চমৎকার বীরভূমের হাঁসন-২ গ্রাম পঞ্চায়েতের বাম এবং কংগ্রেস জোটের প্রার্থী। এ নিয়ে কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি মিল্টন রশিদ অভিযোগ করেছেন, ‘‘পুলিশ এখন শাসক দলের হয়ে কাজ করছে। তার প্রমাণ আমরা পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই পেয়েছি। এলাকায় এলাকায় আমাদের কংগ্রেস কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ফলে এই ঘটনা কতটা সত্য, তা খতিয়ে দেখতে হবে।’’

তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় পাল্টা বলেন, ‘‘বিরোধী রাজনৈতিক দলগুলি এখন সব এক হয়েছে। সেই কারণেই তারা ভোটে বোমা বারুদের ব্যবহার করে জেতার চেষ্টা করছে। এই ঘটনা তার প্রমাণ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement