Rajeev Kumar

দুর্নীতিতে জড়ালে শাস্তি, কড়া হুঁশিয়ারি পুলিশে 

শহরের নজরদারি থেকে বিভিন্ন থানার বিষয় নিয়ে আলোচনার পরে পুলিশ কমিশনার অফিসারদের সতর্ক করে জানান, ডিজি-র নির্দেশ, দুর্নীতি করে ধরা পড়লে সাসপেন্ড করা হবে।

Advertisement
কৌশিক চৌধুরী
শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ০৯:২২
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। —ফাইল চিত্র।

কোনও অফিসার দুর্নীতিতে জড়ালে তা প্রমাণ হলে কড়া শাস্তির মুখে পড়বেন বলে হুঁশিয়ারি দেওয়া হল। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের নির্দেশে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সব অফিসারদের এ নিয়ে সতর্ক করে দিলেন পুলিশ কমিশনার সি সুধাকর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে কমিশনারেটে সব থানা, ফাঁড়়ি, শাখাকে নিয়ে এ মাসের ‘ক্রাইম কনফারেন্স’ ছিল। সেখানে শহরের নজরদারি থেকে বিভিন্ন থানার বিষয় নিয়ে আলোচনার পরে পুলিশ কমিশনার অফিসারদের সতর্ক করে জানান, ডিজি-র নির্দেশ, দুর্নীতি করে ধরা পড়লে সাসপেন্ড করা হবে। এ কথার কোনও বদল হবে না।

Advertisement

পুলিশ কমিশনার এ সব নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে কমিশনারেটের এক শীর্ষ কর্তার কথায়, ‘‘পুলিশের একাংশকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশি নন। পুলিশমন্ত্রী হিসাবে তাঁকে কথা শুনতে হয়েছে। তিনি পুলিশের একাংশের ভূমিকা নিয়ে বার বার সরব হচ্ছেন। এ বার ডিজিকে ব্যবস্থা নিতে বলেছেন। সে নির্দেশই কমিশনারেট স্তরে এসেছে।’’

গত বৃহস্পতিবার নবান্ন থেকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। পুলিশের নানা কাজে তিনি সন্তুষ্ট নন বলেও জানিয়ে দেন। ডিজি রাজীব কুমারকে পুলিশের বিভিন্ন শাখাকে শক্তিশালী করার কথাও বলেছেন। আবার খোলাখুলি ভাবে সিআইডি-র ভূমিকা নিয়েও ক্ষোভ জানিয়েছেন। তার পরেই জেলায় জেলায় ডিজি-র নতুন বার্তা ছড়িয়ে পড়ছে বলেই মনে করা হচ্ছে।
তবে শিলিগুড়ি পুলিশের একাংশকে সতর্ক করার ঘটনা নতুন কিছু নয়। গত কয়েক বছর আগে খোদ মুখ্যমন্ত্রী শিলিগুড়ির একটি সরকারি প্রশাসনিক সভা থেকে পুলিশকে সতর্ক করেছিলেন। সরকারি জমি দখল, জমির কারবারীদের সঙ্গে পুলিশের একাং‌শের যোগসাজসের কথা বলে কড়া ব্য়বস্থার হুঁশিয়ারি দেন। তার পরে জমির অবৈধ কারবারিদের ধরপাকড়় শুরু হয় শিলিগুড়িতে। কিছই অফিসারকে এক থানা থেকে অন্য থানায় সরানো হয়। এর সঙ্গে যোগ হয়, বালি, পাথরের অবৈধ ব্যবসার সঙ্গে পুলিশি যোগ। মাটিগাড়া, ভক্তিনগরের মতো থানা এলাকায় এক সময় নানা অভিযোগ ওঠে। মাঝেমধ্যে পুলিশ কড়া হলেও পুলিশকর্মীদের একাংশ কেন ‘নরম’ মনোভাব নিয়ে চলেন, তা নিয়ে প্রশ্ন পুলিশ মহলেই রয়েছে।

পুলিশ কমিশনারেটের ডিসি পদ মর্যাদার এক অফিসার জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিজির বার্তা পুলিশ কমিশনার সকলকে দিয়ে দিয়েছেন। এর পরে কোনও অভিযোগ এলেই তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন
Advertisement