Arrest

বালি পাথর মাফিয়াদের ‘দৌরাত্ম্য’ কোচবিহারে! গত দু’মাসে গ্রেফতার ১৫

বালি-পাচারের অভিযোগে কোচবিহারে দু’মাসে গ্রেফতার ১৫ জন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এ কথাই জানালেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০০:১০
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

বালি-পাচারের অভিযোগে কোচবিহারে দু’মাসে গ্রেফতার ১৫ জন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এ কথাই জানালেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা।

Advertisement

পুলিশ সুপার জানিয়েছেন, গত অক্টোবর থেকে বেআইনি ভাবে বালি খনন ও বালি পাচারের ১৪টি মামলা হয়েছে। কোচবিহারের পুন্ডিবাড়ি, কুচলিবাড়ি, বক্সিরহাট, তুফানগঞ্জ, মাথাভাঙা, শীতলখুচি এবং কোচবিহার কোতোয়ালি থানায় অধীনে মোট ১৪টি মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় ১৪টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি ভাবে নদী থেকে বালি উত্তোলন এবং বেআইনি ভাবে বালি, পাথর ট্রান্সপোর্টের মামলা রয়েছে। পুন্ডিবাড়ি থানায় তিনটি, কুচলিবাড়ি থানায় একটি, বক্সিরহাট থানায় দু’টি, তুফানগঞ্জ থানায় একটি, মাথাভাঙা থানায় পাঁচটি, শীতলখুচি থানায় একটি এবং কোচবিহার কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে।

আরও পড়ুন
Advertisement