—প্রতিনিধিত্বমূলক চিত্র।
আবাসের উপভোক্তার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূলনেত্রীর পুত্রের বিরুদ্ধে। মঙ্গলবার এ নিয়ে শোরগোল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এলাকায়।
গোয়ালপোখর-১ ব্লকের সাহাপুর-২ গ্রাম পঞ্চায়েতের উদয়নগরের বাসিন্দা পার্বতী মণ্ডল। আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন ওই বৃদ্ধা। প্রথম কিস্তির টাকাও ঢুকেছিল তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বৃদ্ধার অভিযোগ, তাঁর আঙুলের ছাপ নিয়ে ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্যার ছেলে। এ নিয়ে ইসলামপুরে মহকুমা শাসকের দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। এ নিয়ে এলাকায় শোরগোল। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেত্রী।
বৃদ্ধার অভিযোগ, গত ৩১ ডিসেম্বর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকে। কিন্তু তার পরের দিন, ১ জানুয়ারি সাহাপুর-২ গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিনতি রায়ের ছেলে রাজু রায়ের সঙ্গে রাস্তায় দেখা হয় তাঁর। এ কথা সে কথা বলার পর ফিঙ্গারপ্রিন্ট মেশিনে তাঁর আঙুলের ছাপ নিয়ে চলে যান। তার পরেই অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা ‘গায়েব’ হয়ে যায়। পার্বতী জানান, তিনি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে জানানো তাঁর আঙুলের ছাপ দিয়ে টাকা তুলে নিয়েছেন রাজু।
পার্বতী এর পর ছোটেন রাজুর কাছে। কেন টাকা তোলা হল জানতে চাইলে, রাজু নাকি বৃদ্ধাকে বলেছেন, আমলা, গ্রাম পঞ্চায়েত সদস্য এবং পার্টি ফান্ডের জন্য ওই ১০ হাজার টাকা নিয়েছেন। এর পরই বৃদ্ধা মহকুমাশাসকের দ্বারস্থ হন। তিনি বলেন, ‘‘আমি খুব গরিব। ভাঙা কুঁড়েঘরে কোনও ভাবে দিন কাটে। সরকার টাকা দিলেও এতগুলো টাকা নিয়ে গিয়েছে এক জন। প্রশাসন যেন ব্যবস্থা নেয়।’’
অন্য দিকে, অভিযুক্ত রাজুর মা মিনতি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওই বৃদ্ধা বিজেপি করেন। শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা করার জন্য এবং তাঁদের দলের ভাবমূর্তি খারাপ করতে মিথ্যা অভিযোগ করছেন।