Cooch Behar

‘নতুন ক্লাসটা কেমন স্যর?’ তর সইছে না ছাত্রছাত্রীদের

কোচবিহার শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে দেওয়ানহাট হাই স্কুল। ১৯৫৩ সালে দেওয়ানহাট হাই স্কুল প্রতিষ্ঠা হয়।

Advertisement
নমিতেশ ঘোষ
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ০৯:২৩
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কেউ জিজ্ঞেস করছে, ‘স্যর ক্লাসটা কী রকম হবে?’ কারও জিজ্ঞাসা, ‘স্যর ক্লাসে কি ব্ল্যাক বোর্ড থাকবে?’ পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার প্রশ্ন, ‘স্যর আমরা কি ক্লাসে পৃথিবীকে দেখতে পাব?’ ধীর গলায় স্যর উত্তর দিচ্ছেন, ‘পারবি, পারবি একটু অপেক্ষা কর।’ তর যেন সইছে না ওদের। বাইরে থেকে বার-বার উকিঝুঁকি দিচ্ছে স্মার্ট ক্লাসে। পরশু, সোমবার থেকে স্মার্ট ক্লাস শুরু হচ্ছে কোচবিহার দেওয়ানহাট হাই স্কুলে। আপাতত দু’টি ক্লাস রুমে স্মার্ট ক্লাস হবে। এত দিন যেখানে চক-ডাস্টারই শেষ কথা ছিল। সেই ছবি ক্রমশ বদলে যাচ্ছে। কোচবিহার দেওয়ানহাট হাই স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত পাল বলেন, ‘‘স্মার্ট ক্লাস নিয়ে ছাত্রছাত্রীরা প্রবল উৎসাহী। তা নিয়ে নানা কিছু জানতে চাইছেন তারা। এই মুহূর্তে আমরা দুটি স্মার্ট ক্লাসরুম করেছি। আগামী সোমবার তা চালু হবে। পর্যায়ক্রমে সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সেখানে ক্লাস করানো হবে। তাতে শিক্ষার মান আরও বাড়বে বলেই মনে করছি।’’

Advertisement

কোচবিহার শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে দেওয়ানহাট হাই স্কুল। ১৯৫৩ সালে দেওয়ানহাট হাই স্কুল প্রতিষ্ঠা হয়। তার পর থেকে ধীরে-ধীরে স্কুল বড় হয়েছে। বেড়েছে ছাত্রছাত্রীর সংখ্যাও। সব মিলিয়ে বর্তমানে প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী রয়েছে স্কুলে। সেই ছাত্রছাত্রীর জন্যে লাইব্রেরি, কম্পিউটার ল্যাব থেকে খেলাধূলার সমস্ত ব্যবস্থা রয়েছে স্কুলে। রয়েছে স্কুলের নিজস্ব জিম। এ বার সেখানে জুড়ল স্মার্ট ক্লাস।

স্কুলের তরফে জানানো হয়েছে, স্মার্ট ক্লাস রুমে থাকবে ডিজিটাল স্ক্রিন। ক্লাসে যে বিষয়ে পড়ানো হবে, ডিজিটাল স্ক্রিনে ফুটে সেই বিষয়ক প্রয়োজনীয় ছবি বা লেখা। কোনও কিছু নির্দিষ্ট করে দেখানোর প্রয়োজন হলে, তা সহজেই ডিজিটাল বোর্ডে দেখানো যাবে। শিক্ষকেরা মনে করছেন, ওই ক্লাসের মাধ্যমে যে কোনও বিষয় অনেক আকর্ষণীয় করে পড়ুয়াদের কাছে উপস্থাপন করা যাবে। ফলে শেখার আগ্রহ বাড়বে। ক্লাসে মনোযোগও অনেক বাড়বে। স্মার্ট ফোন ব্যবহারে অভ্যস্ত কিশোর-কিশোরীদের সমস্যা হবে না নতুন এই পদ্ধতিতে খাপ খাওয়াতে। স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের কথায়, ‘‘আমরা স্মার্ট ফোন সম্পর্কে জানি। সেখান থেকে সহজেই একটি ক্লিকে
অনেক কিছু জানা যায়। স্মার্ট ক্লাসেও সহজেই জটিল বিষয় বুঝতে পারব বলে আশা করছি।’’

Advertisement
আরও পড়ুন