বিধানসভা। —ফাইল চিত্র।
বিধানসভা ভোটে বেশ কিছু বিধায়ক টিকিট পাচ্ছেন না দাবি করে একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে সূত্রের খবর। দাবি, ভিডিয়োয় উল্লেখিত নামের তালিকায় গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর নাম রয়েছে। শুক্রবার সেই ভিডিয়োর বিরুদ্ধে সরব হল গোয়ালপোখর ব্লক তৃণমূল। সমাজমাধ্যমের সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে সাইবার অপরাধ দমন শাখায় লিখিত অভিযোগ দায়ের করলেন ব্লক তৃণমূল সভাপতি আহমেদ রেজা। তার দাবি, এর পিছনে বিরোধীদের চক্রান্ত রয়েছে। এই প্রসঙ্গে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা বলেন, ‘‘বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।’’
সূত্রের খবর, বিধায়ক গোলাম রব্বানি আগামী বিধানসভা ভোটে টিকিট পাচ্ছেন না বলে একটি খবর দিন দুয়েক আগে সমাজমাধ্যমে ছড়ায় বলে দাবি তৃণমূল নেতৃত্বের। তৃণমূল নেতারা জানিয়েছেন, সেখানে উল্লেখ করা হয়েছে যে, বিধানসভার টিকিট পাচ্ছেন আহমেদ রেজা। যদিও আহমেদের অভিযোগ, পুরো বিষয়টি বিরোধীদের রাজনৈতিক চক্রান্ত। এ দিন তিনি বলেন, ‘‘বিষয়টি আমারও নজরে পড়েছে। আমাদের দলে ভাঙন তৈরির চেষ্টা চালাচ্ছে বিরোধীরা, যা কোনও দিনও সম্ভব নয়। ওই এলাকায় একমাত্র নেতা গোলাম রব্বানি। আমরা সবাই তাঁর কর্মী। সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ করেছি। সঙ্গে অনুরোধ করেছি, যাতে দোষীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।’’
প্রদেশ কংগ্রেসের সদস্য আলি ইমরান রামজ বলেছেন, ‘‘আমিও সমাজ মাধ্যমে দেখেছি। ওঁরা বলছেন, বিরোধী বলে কেউ নেই। তা হলে বিরোধীরা কী ভাবে এ সব ছড়াবেন? আসলে, ওঁদের দলের শীর্ষ নেতৃত্বই সম্প্রতি বৈঠক করে একটা সংস্থাকে দায়িত্ব দিয়েছে। এলাকার বিধায়কদের কার্যকারিতা বিশ্লেষণ করে হয়তো এই ধরনের একটা বার্তা। নতুন মুখ এলে অভিনন্দন জানাব।’’ বিজেপির উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, ‘‘ওঁরা এলাকা বিরোধীশূন্য করে রাখার চেষ্টা করছে। তৃণমূলের তিন-চারটে করে গোষ্ঠী। তাদেরই কেউ এই প্রচার করছে।’’