Sikkim Tourism

হেলিকপ্টারে সিকিমে এ বার আকাশ-পর্যটন

সিকিম প্রশাসন সূত্রের খবর, গত বৃহস্পতিবার সিকিমের পর্যটনমন্ত্রী টি ভুটিয়া বুরতুক গিয়ে ‘হেলি-টুরিজ়ম’ পরিকাঠামো তৈরির কাজ ঘুরে দেখেন। হেলিপ্যাড আরও নতুন করে সাজানো, একাধিক হেলিপ্যাডকে ব্যবহারের যোগ্য করা হচ্ছে।

Advertisement
কৌশিক চৌধুরী
শিলিগুড়ি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৬:২০

ছবি: সংগৃহীত।

সিকিমের নতুন চালু হওয়া বুরতুক হেলিপ্যাডের পরিকাঠামো বাড়িয়ে রাজ্যের বাইরে নতুন হেলিকপ্টার পরিষেবা চালুর ব্যবস্থা করা হচ্ছে। গত মার্চে আনুষ্ঠানিক ভাবে চালু হলেও নতুন করে বুরতুকের পরিকাঠামোর কাজ দ্রুতগতিতে চলছে। এ বার সেখান থেকে এমআই-১৭২ হেলিকপ্টারের পরিষেবা চালুর সিদ্ধান্ত হয়েছে। বুরতুক থেকে
শুধু বাগডোগরা নয়, গুয়াহাটি, দিল্লি এবং কলকাতাতেও এই কপ্টার চালানো হবে।

Advertisement

সিকিম প্রশাসন সূত্রের খবর, গত বৃহস্পতিবার সিকিমের পর্যটনমন্ত্রী টি ভুটিয়া বুরতুক গিয়ে ‘হেলি-টুরিজ়ম’ পরিকাঠামো তৈরির কাজ ঘুরে দেখেন। হেলিপ্যাড আরও নতুন করে সাজানো, একাধিক হেলিপ্যাডকে ব্যবহারের যোগ্য করা হচ্ছে। সব পরিষেবাই দেবে সিকিম পর্যটন উন্নয়ন নিগম। গত মার্চে বুরতুক হেলিপ্যাড খোলা হলেও এখন সেখান থেকে শুধু বাগডোগরার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল। এ বার তা বাড়ানো হচ্ছে।
সিকিমের পর্যটন দফতরের এক সচিবের কথায়, “পাহাড়ি বি‌ভিন্ন এলাকায় হেলি-টুরিজ়ম খুবই জনপ্রিয় হচ্ছে। এটায় জোর দেওয়া হচ্ছে।” তিনি জানান, দেশ-বিদেশের পর্যটকেরা ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে হেলি-টুরিজ়ম পরিষেবা নিচ্ছেন। নাথু লা, উত্তর সিকিম, কাঞ্চনজঙ্ঘা ঘোরানো হচ্ছে। সরকারি স্তরে এ বার নতুন গন্তব্যের সঙ্গে সিকিমে হেলি পর্যটনে জোর দিতেই পরিকাঠামো বাড়িয়ে তোলা হচ্ছে। পর্যটনমন্ত্রী নিজেও বৃহস্পতিবার বুরতুক থেকে এমআই-১৭২ কপ্টারে বাগডোগরা গিয়ে পরিষেবার পরিকাঠামো খুঁটিয়ে দেখেছেন।

নতুন পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘হেলি-টুরিজ়ম’ বা আকাশ-পর্যটন। বাগডোগরা থেকে বুরতুকের পরে এ বার গ্যাংটকের উপর ২০ মিনিটের ‘জয়রাইড’ ছাড়াও দিল্লি, কলকাতা এবং গুয়াহাটি অবধি হেলিকপ্টার পরিষেবা চালু করা হচ্ছে। প্রয়োজনে ২৬ আসনের এমআই-১৭২ পুরোটা ভাড়াও করা যাবে। আপাতত বাগডোগরা থেকে গ্যাংটক অবধি সাড়ে ৪ হাজার টাকা ভাড়া রাখা রয়েছে। ‘জয়রাইড’-এর জন্য মাথা পিছু তিন হাজার টাকা করা হয়েছে। চার্টার্ড হেলি-পরিষেবার জন্য ঘণ্টায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা রাখা হয়েছে। আপৎকালীন পরিস্থিতি বা চিকিৎসা সংক্রান্ত কাজে এয়ার অ্যাম্বুল্যান্স হিসাবে ১ লক্ষ ১৩ হাজার টাকা রাখা রয়েছে ভাড়া।

বুরতুক থেকে গুয়াহাটি, কলকাতা বা দিল্লিকে জোড়ার জন্য বিমানমন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় অনুমোদন, ছাড়পত্র সিকিম সরকার নিয়েছে বলে খবর।

আরও পড়ুন
Advertisement