Viral Video

মহিলাদের অন্তর্বাস পরে ভরা বাজারে রিল! তরুণকে পিটুনি দিলেন স্থানীয়েরা, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পানিপতের ইনসার বাজারের ভিড়ে মহিলাদের অন্তর্বাস পরে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। ওই পোশাক পরেই রিল বানাচ্ছিলেন তিনি। তখনই তাঁকে ঘিরে ধরেন স্থানীয় মানুষ এবং বাজারের দোকানদারেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১১:১১
Youth get beaten by locals for making reel by wearing Bra in Panipat market, Video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

মহিলাদের অন্তর্বাস পরে মাঝরাস্তায় রিল বানাচ্ছিলেন যুবক। তাঁকে ধরে রাস্তাতেই পিটুনি দিলেন স্থানীয় মানুষ। হরিয়ানার পানিপতে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই সেই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পানিপতের ইনসার বাজারের ভিড়ে মহিলাদের অন্তর্বাস পরে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। ওই পোশাক পরেই রিল বানাচ্ছিলেন তিনি। তখনই তাঁকে ঘিরে ধরেন স্থানীয় মানুষ এবং বাজারের দোকানদারেরা। শুরু হয় মারধর। স্থানীয়দের অভিযোগ, মহিলাদের অন্তর্বাসে বাজারের মধ্যে অশ্লীল ভাবে নাচছিলেন তরুণ। বাজারে উপস্থিত মহিলারা অস্বস্তি বোধ করছিলেন। আর সে কারণেই তাঁর নাচ থামিয়ে তাঁকে মারধর করা হয়। দোকানদারদের কাছে ক্ষমাও চান ওই তরুণ। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে বলে সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে।

এক্স হ্যান্ডল পোস্ট সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি দেখ মজার মন্তব্য করলেও যুবকের আচরণে বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। অনেকে আবার তরুণ প্রজন্মের রিল বানানোর আসক্তি এবং তার কুফল নিয়েও মন্তব্য করেছেন সমাজমাধ্যমে।

Advertisement
আরও পড়ুন