India-Bangladesh Border

সীমান্ত-প্রশ্নে সমন্বয় বৈঠক

এ দিনের বৈঠকে বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডিআইজি (মালদহ) তরুণকুমার গৌতম এবং বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজশাহির সেক্টর কমান্ডার কর্নেল মহম্মদ ইমরান ইবনে রউফ।

Advertisement
জয়ন্ত সেন 
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ০৬:৪০

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মালদহের সুকদেবপুর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া ও জ়িরো পয়েন্টে গম গাছ কাটা নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল। সীমান্তে উত্তেজনা নিয়ন্ত্রণ এবং সীমান্তে শান্তি ও সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে এ বার সেক্টর কমান্ডার পর্যায়ের সমন্বয় বৈঠক করল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার মালদহের মহদিপুর আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যকেন্দ্রের ও পারে সোনা মসজিদ বর্ডার পোস্টে ওই বৈঠক হয়।

Advertisement

এ দিনের বৈঠকে বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডিআইজি (মালদহ) তরুণকুমার গৌতম এবং বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজশাহির সেক্টর কমান্ডার কর্নেল মহম্মদ ইমরান ইবনে রউফ। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ কর্তা এনকে পাণ্ডে বলেন, ‘‘পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে দু’দেশের বাহিনী আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা বজায় রাখা নিয়ে প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা নিশ্চিত করেছে। বিএসএফ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিবেশী দেশের সঙ্গে সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে নিবেদিত।’’

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণ, সীমান্তের কাছে কৃষক ছাড়া, অন্যদের চলাচল প্রতিরোধ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনায় ঐকমত্যে পৌঁছনো গিয়েছে। পাশাপাশি, সমাজমাধ্যমে সীমান্ত সম্পর্কিত বিরোধ ও গুজব ছড়ানো নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

মালদহের সুকদেবপুর থেকে শবদলপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা কাঁটাতারবিহীন। গত ৭ জানুয়ারি ওই উন্মুক্ত সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলে বিজিবি বাধা দেয়। এখনও পর্যন্ত ওই বেড়া দেওয়ার কাজ বন্ধ রয়েছে। ১৮ জানুয়ারি সুকদেবপুর সীমান্তের জ়িরো পয়েন্টে থাকা ভারতীয় ভূখণ্ডের গম গাছ কেটে নেওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশের কিছু লোকের বিরুদ্ধে। দু’দেশের বাসিন্দাদের মধ্যে ইট ছোড়াছুড়ি হয় বলে দাবি। বিএসএফ-বিজিবি পরিস্থিতিনিয়ন্ত্রণে আনে।

Advertisement
আরও পড়ুন