TMC

পঞ্চায়েত সদস্যার স্বামী খুনে ধৃত এক, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই নেপথ্য কারণ বলে অনুমান

মঙ্গলবার রাতে নিখোঁজ হন তৃণমূল কর্মী সাদিক। এক লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোনও করে অপহরণকারীরা। এমনই অভিযোগ মৃত ব্যক্তির পরিবারের।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫২

—প্রতীকী ছবি।

মালদহের রতুয়া থানার শ্রীপুর ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা আনোয়ার বিবির স্বামী সাদেক আলি খুনের ঘটনায় মেহেরুল হক (২৮) নামে এক যুবককে গ্রেফতার করল পুখুরিয়া থানার পুলিশ। কী কারণে সাদিককে খুন করা হয়, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।

Advertisement

মঙ্গলবার রাতে নিখোঁজ হন তৃণমূল কর্মী সাদিক। এক লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোনও করে অপহরণকারীরা। এমনই অভিযোগ মৃত ব্যক্তির পরিবারের। এর পর বুধবার দুপুরে সাদিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় এলাকায় একটি বাঁশবাগান থেকে। এই ঘটনার পরেই খুনের নেপথ্য কারণ নিয়ে তদন্ত নামেন পুলিশকর্তারা। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, পঞ্চায়েতের ক্ষমতা দখল করতে না পেরে সাদিককে খুন করা হয়েছে। এই ঘটনার পিছনে তৃণমূলের অন্য একটি গোষ্ঠীর হাত থাকতে পারে। যদিও পুলিশ এখনও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

আরও পড়ুন
Advertisement