Dengue Awareness Campaign

ছেদ পড়েনি সংক্রমণে, পুজোর পরে ফের জোর ডেঙ্গি প্রতিরোধে 

স্বাস্থ্য দফতর এবং শিলিগুড়ি পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২১ অক্টোবর ১০ জনের দেহে সংক্রমণ মিলেছে। ২২ এবং ২৩ অক্টোবর চার এবং ছ’জনের দেহে সংক্রমণ মেলে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি, শিলিগুড়ি শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ০৭:৫৪
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ডেঙ্গি সংক্রমণ অব্যাহত শিলিগুড়ি-জলপাইগুড়িতে। শিলিগুড়ি পুর এলাকায় সপ্তমী থেকে দশমীর মধ্যে অন্তত ২৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। শিলিগুড়ি পুর এলাকা এবং দার্জিলিং জেলার বাকি অংশ মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৬৫০ পেরিয়েছে। গত এক সপ্তাহে জলপাইগুড়ি জেলায় ৫১ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। জেলায় বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭২৬।

Advertisement

আক্রান্তের সংখ্যাবৃদ্ধির কারণে প্রতিরোধের কাজ জোর-কদমে চালিয়ে যাওয়া দরকার বলেই মনে করছে জেলা স্বাস্থ্য দফতর। শিলিগুড়ির পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, ‘‘পুজোর মধ্যেও সংক্রমণ হয়েছে। রোগ প্রতিরোধের কাজ যথা নিয়মেই চলছে। বাড়ি-বাড়ি সমীক্ষাও ফের শুরু হবে।’’ জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, ‘‘গড়ে প্রতিদিন সাত-আট জন আক্রান্তের খোঁজ মিলছে। শীতের প্রকোপ যত বাড়বে, আক্রান্তের সংখ্যা ততই কমবে।’’

স্বাস্থ্য দফতর এবং শিলিগুড়ি পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২১ অক্টোবর ১০ জনের দেহে সংক্রমণ মিলেছে। ২২ এবং ২৩ অক্টোবর চার এবং ছ’জনের দেহে সংক্রমণ মেলে। ২৪ অক্টোবর দশমীর দিন ন’জন আক্রান্তের রিপোর্ট মেলে। তার মধ্যে ৯, ২৬ এবং ৪১ নম্বর ওয়ার্ডে তিন জন করে এবং ২, ৪৬, ৪৭ নম্বর ওয়ার্ডে দু’জন করে আক্রান্ত হয়েছেন। শিলিগুড়ি পুরসভার ৩১ থেকে ৪৪ নম্বর ওয়ার্ড জলপাইগুড়ি জেলার অধীনে। সেখানেও সংক্রমিতের খোঁজ মিলছে। তবে স্বাস্থ্য দফতরের দাবি, আক্রান্তের সংখ্যা জেলায়
কমতে শুরু করেছে।

জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর এলাকা-সহ রাজগঞ্জ ব্লকে আক্রান্তের সংখ্যা ২৫২। ময়নাগুড়ি পুর এলাকা-সহ ময়নাগুড়ি ব্লকে আক্রান্ত ১১০ জন। আক্রান্তদের মধ্যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি এক জন। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি চার জন এবং ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে দু’জন। জলপাইগুড়ি পুর এলাকাতেও আক্রান্তের
সংখ্যা বাড়ছে। পুর এলাকায় ৩২ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। মালবাজার ব্লকে এখনও পর্যন্ত আক্রান্ত ৫৮ জন। মালবাজার পুর এলাকায় আক্রান্তের সংখ্যা সাত। অন্যান্য ব্লক ও পুর এলাকায় ডেঙ্গি-পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি স্বাস্থ্য দফতরের।

আরও পড়ুন
Advertisement