Skin Care Mistakes

দিনে দু’বার মুখ ধুয়েও ত্বকের সমস্যা পিছু ছাড়ছে না? কোনও ভুল করে ফেলছেন না তো?

খ ধোয়া নিয়ে অনেকেই কিছু ভুল ধারণা রয়েছে। সেই কারণে মুখ ধুয়েও সুফল পাওয়া যায় না কোন ভুলগুলি করছেন বলে মুখ ধুয়েও বিফলে যাচ্ছে যত্ন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ১৮:৩৬
মুখ ধোয়ায় গলদ থেকে যাচ্ছে না তো?

মুখ ধোয়ায় গলদ থেকে যাচ্ছে না তো? ছবি: সংগৃহীত।

ত্বক পরিষ্কার রাখতে শুধু প্রসাধনী ব্যবহার করলেই চলবে না। অতিরিক্ত ধুলো, ময়লা তেল দূরে সরিয়ে ত্বকের যত্ন নিতে ভাল করে মুখ ধোয়ার কোনও বিকল্প নেই। তবে এই মুখ ধোয়া নিয়ে অনেকেই কিছু ভুল ধারণা রয়েছে। সেই কারণে মুখ ধুয়েও সুফল পাওয়া যায় না কোন ভুলগুলি করছেন বলে মুখ ধুয়েও বিফলে যাচ্ছে যত্ন?

Advertisement

১) অনেকেই রাতে মুখ না ধুয়ে শুয়ে পড়েন। এতে ত্বকের সমস্যা বাড়ে। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই মুখ ভাল করে ধুয়ে নিন। ত্বকের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা ময়লা এতে দূর হয়ে যাবে।

২) রাতে বাড়ি ফিরে মুখ ধুয়ে শুলেও অনেকেই সকালে উঠে ভাল করে মুখ ধুতে ভুলে যান। তাতে আদতে ত্বকের ক্ষতি হয়। রাতে ঘুমোতে যাওয়ার আগে ও সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ধুতে হবে মুখ।

৩) যাদের অতিরিক্ত তৈলাক্ত ত্বক তাঁরা জল দিয়ে মুখ ধোয়ার আগে অতিরিক্ত তেল শুষে নিন। ব্লটিং পেপার দিয়ে কপাল ও নাকের দু’পাশের তেল শুষে নিন বা টোনারে তুলো ভিজিয়ে মুখের অতিরিক্ত তেল শুষে নিন। এতে ব্রণর ঝুঁকি কমবে।

৪) ফেস ওয়াশ কেনার সময় অনেকেই নিজের ত্বকের খেয়াল রাখেন না। নিজের ত্বকের ধরন বুঝে হালকা, নন-ফোমিং ফেস ওয়াশ বেছে নিন।

আরও পড়ুন
Advertisement