Awas Yojana

নাম নেই আবাস তালিকায়, ভাঙা কুঁড়েঘরই সম্বল বৃদ্ধার

বৃদ্ধার অভিযোগ, তাঁর নাম আবাসের প্রাথমিক তালিকায় থাকলেও পরে কেটে দেওয়া হয়েছিল। ‘কারণ’ হিসাবে তিনি জানালেন, স্বামীর মৃত্যুর পরে একাই থাকেন।

Advertisement
নীতেশ বর্মণ
শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ০৯:৩৫
ভাঙা ঘরের সামনে মঞ্জু দাস।

ভাঙা ঘরের সামনে মঞ্জু দাস। ছবি স্বরূপ সরকার।

ভাঙা চালের ঘরের উপর ত্রিপল দেওয়া। ডাকাডাকিতে বাঁশ দিয়ে বাঁধা টিনের ভাঙা দরজা সরিয়ে বাইরে এলেন বৃদ্ধা। বললেন, ‘‘শীতে ঠান্ডা বাতাস ঘরে ঢুকে থাকা যায় না। বর্ষায় ঘরে বৃষ্টি পড়ে। রাত জেগে ঘরের কোণে কাটাতে হয়। একটা ঘর পেলে কত যে উপকৃত হতাম। কিন্তু পাশের কয়েকটি বাড়িতে সমীক্ষা করলেও আমার কাছে কেউ আসেনি। আমি কী দোষ করেছি?’’ বৃদ্ধার নাম মঞ্জু দাস। তিনি স্বামীহীনা। শিলিগুড়ির মাটিগাড়া এক গ্রাম পঞ্চায়েতের কাওয়াখালি এলাকার বাসিন্দা।

Advertisement

বৃদ্ধার অভিযোগ, তাঁর নাম আবাসের প্রাথমিক তালিকায় থাকলেও পরে কেটে দেওয়া হয়েছিল। ‘কারণ’ হিসাবে তিনি জানালেন, স্বামীর মৃত্যুর পরে একাই থাকেন। মেয়ের বিয়ে হলেও পরে তাঁর বাড়িতেই মেয়ে-জামাই থাকেন। তাঁরা সংলগ্গ বাড়ির একটি কোণে ইটের গাঁথা আলাদা ঘরে বানিয়ে থাকেন। সেটাই কি মঞ্জুর ঘর বলে ধরা হয়েছিল? মঞ্জুর বক্তব্য, ‘‘তা জানি না। তবে মেয়ের তৈরির ঘরে আমার স্থান হয় না।’’ বাধ্য হয়ে ভাঙা ঘরেই দিন কাটাচ্ছেন মঞ্জু। তবে বিধবা ভাতা, রেশন পান। তা দিয়ে কোনওরকমে দিন চলে বলে দাবি। একশো দিনের কাজ চালু থাকার সময় করতেন। এখন সেটাও বন্ধ।

পঞ্চায়েতের তরফে জানা গেল, ২০১৮ সালের আবাসের প্রাথমিক তালিকায় তাঁর নাম ছিল। সে সময়ই তালিকা নিয়ে অনিয়মের বিস্তর অভিযোগ উঠেছিল। চূড়ান্ত তালিকায় তাঁর নাম বাদ পড়েছে। এ বছরের তালিকায় তাঁর নামই নেই। ফলে সমীক্ষাও হয়নি। তবে তিনি অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। ‘মুখ্যমন্ত্রীকে বলো’য় জানাবেন এবং নির্দিষ্ট ফর্মেও তাঁকে ঘর দেওয়ার আবেদন করবেন বলে জানিয়েছেন। কিন্তু তা তো তদন্তসাপেক্ষ। মানে, আরও একটা শীত, গরম এবং বর্ষা এক চালার ঘরে দিন কাটবে বৃদ্ধার।

মাটিগাড়া বিডিও বিশ্বজিৎ দাস বলেন, ‘‘তালিকায় নাম না থাকলে আমরা আবেদনের ব্যবস্থা করিয়ে দিতে পারি। সে সময় কেন নাম কাটা গিয়েছে জানি না।’’

মাটিগাড়ার এক পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকার বলেন, ‘‘উনি যাতে আবাসের ঘর পান আমরা বিভিন্ন স্তরে জানাব।’’

আরও পড়ুন
Advertisement