BSF Shootout

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলি নিহত যুবক!

মৃত জাহানুর হকের মা রিনা বিবি জানান, তাঁর ছেলে ভিন্‌রাজ্যে কাজ করেন। কিছু দিন আগেই বাড়িতে এসেছিলেন। জ়িরো পয়েন্টে চাষের জমি রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২৩:৩৪
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ফের সীমান্তে চলল গুলি। বিএসএফের গুলিতে নিহত এক ভারতীয়। নিহত যুবকের নাম জাহানুর হক (২০)। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের গিতালদহ সীমান্তে। বিএসএফের দাবি, নিহত যুবক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। ভোর ৫টা নাগাদ পাচারকারী একটি দল সীমান্তে পাচারের চেষ্টা করছিল। বিএসএফ বাধা দিলে বিএসএফের উপর হামলা চালায় পাচারকারীরা। সেই সময় বিএসএফ জওয়ান নিজের আত্মরক্ষার জন্য গুলি চালালে একজন পাচারকারীর মৃত্যু হয়।

Advertisement

মৃত জাহানুর হকের মা রিনা বিবি জানান, তাঁর ছেলে ভিন্‌রাজ্যে কাজ করেন। কিছু দিন আগেই বাড়িতে এসেছিলেন। জ়িরো পয়েন্টে চাষের জমি রয়েছে। সেখানে হয়তো তিনি গিয়েছিল। অথবা বাড়ির পাশে মাঠে গিয়েছিলেন। তাঁর ছেলে পাচার কাজের সঙ্গে যুক্ত নন।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘যে যুবক পাচারের কাজের সঙ্গে যুক্ত, তার কখনওই ভিন্‌রাজ্যে কাজ করতে যাওয়ার কথা না। কিন্তু এই ছেলেটি ভিন্‌রাজ্যে কাজ করত। ইদের ছুটিতে বাড়ি এসেছে। তাকে বিএসএফ গুলি করেছে।’’

বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন, ‘‘উদয়ন গুহ কখন কী বলছেন, তিনি নিজেও জানেন না। কখনও বলছেন বিএসএফ কাজ করছে না। আবার বিএসএফ পাচারকারীদের গুলি করলে আবার প্রতিবাদ করছে। বিএসএফ সীমান্তে ডিউটি করছে। সেখানে রাজনীতি না টানলেই ভাল।’’

Advertisement
আরও পড়ুন