Dolomite Pollution

ডলোমাইট-বিষে ধুঁকছে বীরপাড়া

ডলোমাইট বোঝাই গাড়ির চাপে স্তব্ধ হয়ে যেত শহর। পুলিশ-প্রশাসনের পদক্ষেপে যানজট থেকে খানিক স্বস্তি মিলেছে। তবে অভিযোগ, ডলোমাইটের দূষণ থেকে মুক্তি এখনও অধরা।

Advertisement
পার্থ চক্রবর্তী, সুমন দাস
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ০৬:৪৯
ডলোমাইট বোঝাই ট্রাক।

ডলোমাইট বোঝাই ট্রাক। নিজস্ব চিত্র।

ডলোমাইটের কারণে ছড়াচ্ছে দূষণ, শরীরে বাসা বাঁধছে মারণ রোগ। এই পরিস্থিতিতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া শহরের কাছে দলগাঁও স্টেশনে ডলোমাইট ‘লোডিং’য়ের কাজ অন্যত্র সরানোর দাবি জোরদার হয়েছে। তারই মধ্যে বুধবার বীরপাড়ায় রেল আধিকারিকের আসার খবর পেয়ে দলগাঁও স্টেশনে ‘ডিআরএম’-এর গাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। বেগতিক দেখে, ঘটনাস্থলে আসে রেল পুলিশ। ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেl

Advertisement

ডলোমাইট বোঝাই গাড়ির চাপে স্তব্ধ হয়ে যেত শহর। পুলিশ-প্রশাসনের পদক্ষেপে যানজট থেকে খানিক স্বস্তি মিলেছে। তবে অভিযোগ, ডলোমাইটের দূষণ থেকে মুক্তি এখনও অধরা। তাতে ক্ষুব্ধ আলিপুরদুয়ার জেলার বীরপাড়া শহরের বাসিন্দাদের একাংশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরপাড়ায় ডলোমাইট ‘লোডিং’কে ঘিরে সমস্যা নতুন কোনও ঘটনা নয়। সূত্রের খবর, ২০০৬ সালে পাগলি ভুটান থেকে বীরপাড়ার লঙ্কাপাড়া রোড হয়ে প্রচুর ডাম্পার ও লরিতে ডলোমাইট দলগাঁও স্টেশন পর্যন্ত আনার কাজ শুরু হয়। তার পর দলগাঁও স্টেশনের ধারে ওয়াগনে ডলোমাইট ভরে দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর কাজ শুরু হয়। তাতে রেলের আয়ও বাড়ে। ২০১৯ সালের অগস্ট মাসের মাঝামাঝি ডলোমাইট ‘লোডিং’য়ে এক দিনে পৌনে দু’কোটি টাকা আয়ের রেকর্ড গড়েছিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন।

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, শুরুতে ততটা মালুম না-হলেও পরে দেখা যায় ডলোমাইটের কারণে এলাকায় দূষণ ছড়াচ্ছে। শ্বাসকষ্ট তো আছেই, নানা ধরনের অসুখে ভুগতে শুরু করেছেন স্থানীয়দের একাংশ। ক্ষতি হচ্ছে গাছপালা, চা বাগানের। পাশাপাশি বীরপাড়ায় রেলগেটে যানজটের সমস্যা দীর্ঘ দিনের। তার উপর ডলোমাইট বোঝাই কয়েকশো গাড়ির চাপে সেই জটের অন্ত থাকত না। পরিস্থিতি সামলাতে পুলিশ-প্রশাসন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বীরপাড়া শহরে ডলোমাইট বোঝাই গাড়ির চলাচল বন্ধ করে। তাতে যানজটের সমস্যা খানিক মিটেছে। তবে ডলোমাইটের দূষণ থেকে এলাকাবাসীর মুক্তি না-মেলায় চাপা ক্ষোভ থেকে গিয়েছে।

‘ভয়েস অব বীরপাড়া’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের সদস্যেরা জানিয়েছেন, ডলোমাইট ‘লোডিং’য়ের কাজ অন্যত্র না সরানো হলে তাঁরা আন্দোলনে নামবেন। মাদারিহাট-বীরপাড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবজ্যোতি চক্রবর্তী বলেন, “ডলোমাইটের ধুলোয় শ্বাসকষ্টজনিত হয়। ফুসফুসের ক্ষতি হয়। চামড়ার রোগ, চোখের রোগ হতে পারে।’’ স্বাস্থ্য দফতরের স্থানীয় আধিকারিক-কর্মীদের একাংশ জানান, ডলোমাইট দূষণের জেরে এ ধরনের রোগে এলাকার অনেকেই ভুগছেন।

সমস্যার সমাধানে বুধবার বীরপাড়া দলগাঁও স্টেশনে বিজেপির সাংসদ মনোজ টিগ্গার সঙ্গে ডলোমাইট দূষণ ও স্থানান্তর নিয়ে আলোচনায় বসেন আলিপুরদুয়ারের রেলওয়ে বিভাগীয় ম্যানেজার অমরজিৎ গৌতম। সাংসদের দাবি, যত দিন না ডলোমাইট লোডিংয়ের কাজ অন্যত্র সরানো হচ্ছে, তত দিন বীরপাড়ায় কাজ বন্ধ রাখতে হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, ‘‘রাজ্য সরকার এনওসি দিলে ডলোমাইট লোডিংয়ের কাজ অন্যত্র সরানো হবে।’’ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘ভুটান থেকে ডলোমাইট বীরপাড়ায় আসে জানি। তবে এর থেকে দূষণ ছড়ানোর বিষয়টি কেউ আমায় জানাননি। তেমন কিছু হলে অবশ্যই পদক্ষেপ করা হবে।’’

Advertisement
আরও পড়ুন